Viral: স্বামী অফিস থেকে বাড়ি ফিরলেই স্ত্রী নেন 'লাই ডিটেক্টর টেস্ট', বন্দি করে চলে জেরা! তারপরেও প্রেমে হাবুডুবু

Published : Aug 02, 2025, 07:21 PM IST
love marriage

সংক্ষিপ্ত

Viral: তাদের প্রেম করে বিয়ে হয়েছিল। বিয়ের আগে তারা দুজনই থাকতেন অন্য শহরে। তবে বিয়ের পরেও সন্দেহ কমেনি। 

Viral: প্রেমিককে নিয়ে মনে মনে হালকা সন্দেহ ছিল তরুণীর। তাদের প্রেম করে বিয়ে হয়েছিল। বিয়ের আগে তারা দুজনই থাকতেন অন্য শহরে (viral news today)।

কিন্তু বিয়ের পরেও সেই সন্দেহ কমেনি 

তাই স্বামী অফিস থেকে বাড়ি ফিরলেই, তাঁকে বন্দি করেন স্ত্রী (viral couple news)। তারপর চলে জেরা। এমনকি, যন্ত্রের তার দিয়ে সেই তরুণী বেঁধে ফেলেন স্বামীর দু-হাত। শুরু হয়ে একের পর এক প্রশ্নবাণ। যেন কোনও প্রশ্নের ভুল উত্তর দেওয়ার উপায়ই নেই সেই তরুণের। কারণ, একবার যদি তিনি ভুল উত্তর দিয়ে ফেলেন, তাহলেই সেই যন্ত্র তৎক্ষণাৎ তা জানিয়ে দেবে। অতএব, প্রত্যেক রাতে বাড়ি ফিরে স্ত্রীর সেই সন্দেহ দূর করতে এইভাবেই ‘লাই ডিটেক্টর টেস্ট’ দেন স্বামী। পরীক্ষা নেন তাঁর স্ত্রী। এখনও অবধি সব পরীক্ষায় সাফল্যের সঙ্গে পাশ করেছেন তিনি। 

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিদেশিনি সেই তরুণীর নাম হল ডেবি উড। কয়েক বছর ধরে, স্টিভ নামে একজন তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন এই তরুণী। তারপর তাঁর সেই প্রেমিককেই বিয়ে করেন ডেবি। 

কিন্তু সম্পর্ক থেকে একাধিক সময়ে আঘাত এবং বিশ্বাসঘাতকতা পেয়েছেন তিনি। তাই সম্পর্ক নিয়ে সবসময় মনের মধ্যে একটা ভয় থাকে তাঁর। অর্থাৎ, ইচ্ছা করলেও স্টিভের প্রতি ভরসা রাখতে পারেন না ডেবি। তবে ডেবির সঙ্গে আলাপ হওয়ার আগে আবার একজন অন্য মহিলাকে কিছুদিন ডেট করেছিলেন স্টিভ। তবে সেটা বেশিদিনের বিষয় ছিল না। পরে ডেবির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে তাঁকেই বিয়ে করে ফেলেন স্টিভ।

বিয়ের আগে আলাদা শহরে থাকতেন তারা দুজন 

তবে স্টিভকে নিয়ে তখনও কোনও সন্দেহ করতেন ডেবি। মাঝে মাঝে স্টিভের প্রাক্তন প্রেমিকাকে নিয়ে দুজনের মধ্যে অশান্তি লেগে যেত। কিন্তু বিয়ের পরেও নাকি সেই সন্দেহ মন থেকে সরে যায়নি ডেবির। তাই স্টিভের সততার পরীক্ষা নেওয়ার জন্য, একটি পলিগ্রাফ যন্ত্র কেনেন সেই তরুণী। কিন্তু সেই কথা স্টিভ একেবারেই জানতেন না। তাই প্রথমে স্টিভ ভাবেন, ডেবি মনে হয় মজা করছেন। কিন্তু ডেবির কাছে সেই পরীক্ষাই যেন সবকিছু ছিল।

তাই প্রতিদিন স্টিভ বাড়ি ফেরার পর, সেই যন্ত্রের সামনে তাঁকে বসিয়ে দেন ডেবি। তারপর একে একে চলতে থাকে প্রশ্নোত্তর পর্ব। রোজ রাতে ‘লাই ডিটেক্টর টেস্ট’-এ পাশ করে যান স্টিভ। তবে স্ত্রীর এই আচরণে একটুও বিরক্ত হন না স্টিভ। তাঁর দাবি, ডেবির সঙ্গে তিনি অনেক ভালো সময় কাটান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'এবার বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না!' ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের হুঁশিয়ারি, ভাইরাল হল ভিডিও
'ইন্ডিগো হায়-হায়'! বিমানের মধ্যেই উঠল স্লোগান, কী হয়েছিল জানতে দেখুন ভাইরাল ভিডিও