সকাল ১১ পর্যন্ত সার্বিক ভোট পড়ল ৩৭ শতাংশ, জেনে নিন ৪ জেলার কি পরিস্থিতি

  • সকাল থেকে চলছে দ্বিতীয় দফার ভোট
  • ৪ জেলার ৩০ আসনে চলছে নির্বাচন
  • সকাল থেকে ঘটেছে বিক্ষিপ্ত অশান্তি
  • ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭ শতাংশ
     

সকাল থেকে রাজ্যের ৪ জেলার ৩০ আসনে চলছে ভোট গ্রহণ। তবে সব থেকে বেশি নজর রয়েছে যেখানে তা হল নন্দীগ্রাম। শুধু রাজ্যের নয়, নন্দীগ্রামের ভোটের দিকে নজর রয়েছে গোটা দেশের। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে উঠে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। ঘটেছে প্রাণহানির ঘটনাও। তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর কমিশন। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও চার জেলায় ভোট দানের হার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মানুষের মধ্যে ভোটদানের উৎসাহ তুঙ্গে।

নির্বাচন কমিশন তরফ থেকে জানা গিয়েছো সকাল ১১টা পর্যন্ত জেলা মিলিয়ে ভোট দানের হার ৩৭ শতাংশ।  জেলা ভিত্তিক ভোটের শতাংশ দেখলে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুর আসনে সব মিলিয়ে ভোটের হার ৩৮ শতাংশ।  শুধু নন্দীগ্রামে ভোট পড়েছে ৩৪ শতাংশ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের  কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে সব মিলিয়ে ভোটের হার ৪১ শতাংশ।

Latest Videos

অপরদিকে ভোট চলছে বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনাতেও।  বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী আসনে সব মিলিয়ে সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৭ শতাংশ। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ভোট চলছে  গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরে। সেখানে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৭ শতাংশ। যেই হারে ভোট পড়ছে তাতে নির্বাচনের শেষ পর্যন্ত ৮০ শতাংশ পেরিয়ে যাবে বলেই মত রাজনৈতিক মহলের।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari