নন্দীগ্রামের মুখ্যমন্ত্রী ভাগ্য নির্ধারণ, সকাল সকাল পোস্ট করে বিপুল ভোটে জয়ী করার আর্জি রাজের

Published : Apr 01, 2021, 12:23 PM IST
নন্দীগ্রামের মুখ্যমন্ত্রী ভাগ্য নির্ধারণ, সকাল সকাল পোস্ট করে বিপুল ভোটে জয়ী করার আর্জি রাজের

সংক্ষিপ্ত

নন্দীগ্রামে আজ ভাগ্য নির্ধারণ মমতার  সাত সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজের  তারকা প্রার্থীর আর্জি, বিপুল ভোটে জয়ী করা হোক মুখ্যমন্ত্রীকে  শেয়ার করলেন প্রচারের একাধিক ছবি 

২০২১-এর বিধানসভা নির্বাচনের মুখে একে একে বহু তারকা যোগ দিয়েছেন রাজনীতির ময়দানে। সেই তালিকাতে রয়েছেন রাজ চক্রবর্তীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই জানা যায় ব্যারাকপুরের প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। এই তালিকা ঘোষমার পরই প্রচারে নামেন রাজ। 

আরও পড়ুন- ভোটের শুরুতেই রক্তাক্ত কেশপুর-বোমাবাজি সোনাচূড়ায়, ভোট দিতে বাধা কোন কোন বুথে 

ব্যারাকপুর রাজের কাছের শহর। যেখানে তাঁর ছোটবেলা জড়িয়ে, এখানকার মানুষরে খুব কাছ থেকে বোঝেন তিনি। মানুষের বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি। বারে বারে তা ছবি ও ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন রাজ। বুধবারই জমা দিয়েছেন তিনি মনোনয়ন পত্র। সঙ্গে এদিন যোগ দিয়েছিলেন স্ত্রী শুভশ্রীও। তার কথায় রাজ এত ভালোবাসা পেয়েছে, যার ফলে তিনি এই মানুষের কাছে আসতে চেয়েছিলেন। 

আরও পড়ুন- প্রথম বাংলায় ফিল্ম ফেয়ার, সৃজিত একাই ঘরে আনলেন আট অ্যাওয়ার্ড

রাত পোহাতেই নন্দীগ্রামে নির্বাচন। বহস্পতিবার সকাল থেকে উঠে এসেছে নানা জায়গা থেকে সন্ত্রাসের ছবি। তারই মাঝে তৃণমূলের হয়ে ভোট চাইলেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন- মানুষের সাথে, মানুষের পাশে । তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং মমতা ব্যানার্জি কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান