তৃণমূলের জোর ধাক্কা, এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

  • যশ, হিরণ, পায়েলরা আগেই যোগ দিয়েছিলেন
  • এবার বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়
  • মানুষের হয়ে কাজ করার জন্যই বিজেপিতে যোগ 
  • জানিয়ে দিলেন টলিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী
     

Sudip Paul | Published : Mar 1, 2021 1:33 PM IST / Updated: Mar 01 2021, 07:09 PM IST

যশ, হিরণ, পায়েলের পর এবার বিজেপিতে যোগ দিলেন টলিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার বিকেলে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখালেন শ্রাবন্তী। বিজেপির মতো বড় দলে তাকে নেওয়ার যোগ্য মনে করায়, বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানান টলি অভিনেত্রী। একইসঙ্গে মানুষের হয়ে কাজ করার জন্য ও মানুষের পাশে থাকার জন্যই ভারতীয় জনতা পার্টিতে যোগদান বলেও জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বিগত দিনে বেশ কিছু অনুষ্ঠানে তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছিল শ্রীবন্তীকে। তবে কী শাসক দলের প্রতি মোহভঙ্গ হল তার। এই প্রশ্নেরও সোজাসাপটা জবাব দিয়ে শ্রাবন্তী জানান, মোহভঙ্গের প্রশ্ন নয়, রাজ্যের ও দেশবাসীর উন্নয়নের স্বার্থেই বিজেপিতে যোগ দেন। অভিনেত্রী বলেছেন, বিজেপিতে যোগ দিতে পেরে আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করি। এটা একেবারেই নতুন একটা যাত্রা।  বাংলাকে 'সোনার বাংলা' গড়ে তোলাই লক্ষ্য। দল বললে নির্বাচনে লড়তে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রাবন্তী।

ভোটের আগে একে একে টলি পাড়ার তারকা অভিনেতা-অভিনেত্রীরা বিজেপিতে যোগ দেওয়ায় শাসক দলের অশ্বস্তি বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে যারা এতদিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের দলবদল তৃণমূলের বিড়ম্বনাই বটে। আগামি দিনে নির্বাচন যতই এগোবে আরও চমক থাকবে বলে জানিয়ে দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। ফলে টলিপাড়া কার দখলে ভোটের আগে বিজেপি-তৃণমূলে চলছে সেই লড়াইও।

Share this article
click me!