জোড়া ফুলে পতাকা ধরলেন আরও এক সেলেব, তৃণমূলে যোগ দিলেন অদিতি মুনসি

Published : Mar 04, 2021, 04:22 PM IST
জোড়া ফুলে পতাকা ধরলেন আরও এক সেলেব, তৃণমূলে যোগ দিলেন অদিতি মুনসি

সংক্ষিপ্ত

একের পর এক সেলিব্রিটির ঢল রাজনীতিতে  কড়া টক্করে বিজেপি-তৃণমূল  কার ঝুলিতে কত সেলেব  এবার তৃণমূলে যোগ দিলেন অদিতি মুনসি 

সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একদিনের মধ্যেই তৃণমূলে হাজির আরও এক পরিচিত মুখ, অদিতি মুনসি। বৃহস্পতিবার তৃণমূল ভবণে এসে যোগ দিলেন তিনি। এদিন সকলের সঙ্গে উপস্থিত থেকে প্রেস কনফারেন্সে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন গায়িকা। অদিতির যোগদানের খবর সামনে আসার পর আরও উঠে একই প্রশ্ন, কেন এত সেলেবদের ভিড় রাজনীতির ময়দানে! 

সাধারণের জন্য কাজ করার ইচ্ছে প্রকাশ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দলীয় পতাকা হাতে তুলে নিচ্ছেন সকলে বলে দাবী তৃণমূলের। বুধবারই নবাগতদের নিয়ে দীর্ঘ বৈঠক হয় তৃণমূল ভবণে। শেখানো হয় রাজনীতির পাঠ। ঠিক কোনও সময় কোন কথাটা বলা প্রয়োজন, কখন কীভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে, তার পাঠ পড়ানো হয়। 

জি বাংলা সারেগামাপা-র মঞ্চ থেকে উঠে আসেন আদিতি মুনসি। তাঁর কণ্ঠে কীর্তন সকলের মন জয় করে। রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন এই গায়িকা। এবার তিনি আসছেন রাজনীতির ময়দানে। সেখানে কি দর্শক ও শ্রোতাদের ভালোবাসা থাকবে, নাকি দলীয় রঙেই যুদ্ধের ময়দানে নামবেন অদিনি, এখন সেটাই দেখার। 

PREV
click me!

Recommended Stories

Beldanga Chaos: বেলডাঙায় মহিলা সাংবাদিকের উপর হামলা! ঝাঁঝিয়ে উঠলেন লকেট চট্টোপাধ্যায়
Beldanga Chaos: বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলায় বড় পদক্ষেপ প্রেস ক্লাবের! দেখুন