শুভেন্দুর দল বদলের পর বিধানসভা ভোটের আগে আরও আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে মিছিলের আয়োজন করেছে শীর্ষ নেতৃত্ব। শুভেন্দুকে জবাব দিতে সেই মিছিলে উপস্থিত থাকবেন তৃণমূলের প্রথমসারির নেতারা। তাঁরই পালটা তৃণমূলকে কট্টর জবাব দিতে মহামিছিল করছেন শুভেন্দু অধিকারী। এই সপ্তাহে কাঁথিতে শুভেন্দুর সঙ্গে জোর টক্কর তৃণমূলের।
আরও পড়ুন-স্ত্রী কেন তৃণমূলে, জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন সৌমিত্র খাঁ
জানাগেছে, আগামী বুধবার শুভেন্দুর খাসতালুক কাঁথিতে মিছিল করার কথা রয়েছে তৃণমূলের। সেই মিছিলে থাকতে পারেন তৃণমূলের প্রথম সারির নেতারা। থাকতে পারেন ফিরহাদ হাকিম, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। এছাড়াও, পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর প্রতি বিক্ষুব্ধ তৃণমূল নেতারাও থাকতে পারেন। শুভেন্দুর দল বদলের পর প্রথমবার তাঁর গড়েই তাঁকে জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-শুভেন্দুর 'বদলা' নিয়ে সুজাতাকে চমক তৃণমূলের, কত দূর ফলপ্রসূ হবে এই খেলা
যদিও, তৃণমূলকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারীও। বুধবার কাঁথিতে তৃণমূলের সভার চব্বিশ ঘণ্টা পরে মহামিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু। বিজেপিতে যোগদানের পর পূর্ব মেদিনীপুরে প্রথমবার রাজনৈতিক সভা করতে চলেছেন শুভেন্দু। তাঁর আগে মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তাঁর একটি সভা রয়েছে। বৃহস্পতিবার কাঁথিতে শুভেন্দুর সভা ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ।