বাংলায় বিধানসভা ভোটের আগে দিনে দিনে বদলাচ্ছে রাজনৈতিক পটচিত্র। শুভেন্দু দল বদলের দুদিন পরেই বিজেপির ঘরেই ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত বসুর উপস্থিতিতে বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগদান করলেন বিজেপি সাংসদের স্ত্রী সৌমিত্র খাঁ। যদিও, এটিকে রাজনৈতিক স্বার্থে ভালবাসাকে বিসর্জন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
আরও পড়ুন-স্ত্রী কেন তৃণমূলে, জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন সৌমিত্র খাঁ
শনিবার মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে পদ্মফুল শিবিরে নাম লিখিয়েছিলেন তৃণমূলের একঝাঁক বিধায়ক ও সাংসদ। এছাড়াও, বেশ কয়েকজন আঞ্চলিক নেতাও বিজেপিতে গিয়ে নাম লেখান। মেদিনীপুরের সেই সভা থেকে পরিবারতন্ত্রকে নিয়ে তৃণমূলকে বিঁধেছিলেন অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী। সেই ঘটনা চাক্ষুশ করেছিল গোটা বাংলা সহ জাতীয় রাজনীতি। ঠিক তার দুই দিন পরেই বিজেপি সাংসদের স্ত্রী সরাসরি যোগদান করলেন তৃণমূলে। রাজ্য রাজনীতিও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতাকে ঘিরে।
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ''একটা চ্যালেঞ্জ নিলাম। কারণ, বিজেপির হয়ে প্রচুর লড়াই করেছি। কোনও নিরাপত্তা ছাড়াই নিজের প্রাণ বাজি রেখেছি। কিন্তু, বিজেপি কোনও সম্মান দেয়নি''। এরপরই, সৌমিত্র খাঁ তাঁকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের মত, পারিবারিক লড়াই যুযুধান দুই পক্ষের রাজনীতিকে কোথায় নিয়ে যায়। এর থেকে আদৌ কী ফায়দা তুলতে পারবে তৃণমূলয নাকি, শুভেন্দুর বদলা নিতে রাজ্য রাজনীতিতে নতুন চমক দিল তৃণমূল কংগ্রেস।