ভোটের মুখে ফের বিজেপি কর্মীদের উপর 'হামলা' চালানোর অভিযোগে কাঠগোড়ায় তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ৪ বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছে। এদের মধ্য়ে একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
২০২১ এর বিধানসভা ভোটের দোরগড়ায় দাঁড়িয়ে রাজ্যে তীরের বেগে দল বদল এবং শাসক দল-বিরোধীদের সভা লেগেই আছে। সূত্রের খবর শনিবার রাতে চন্দ্রকোণায় 'আর নয় অন্যায়' দলীয় কর্মসূচি ছিল বিজেপির। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা আচমকাই এসে তাঁদের উপর নৃশংস হামলা চালায়। প্রত্য়েকের হাতে বাঁশ-লাঠি ছিল বলেও অভিযোগ। এই ঘটনায় শ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ৪ বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছে। এদের মধ্য়ে একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
অপরদিকে, হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে ভোটের আগে ঘাসফুল শিবিরকে অপদস্ত করার চেষ্টা করছে। তবে নতুন করে যাতে আর কোনও অশান্তির সৃষ্টি না হয়, কড়া নজর রাখছে রাজ্য-পুলিশ।