৮৭ শহিদের বাড়িতে যাবেন অমিত শাহ, ভোটের আগে রাজনৈতিক হিংসার বড় প্রশ্ন তুলছে বিজেপি

রবিবারই রাজ্যে আসছেন অমিত শাহ

আগামী দুদিনে করবেন দুটি জনসভা

আছে রোড শো এবং অন্যান্য কর্মসূচিও

শহিদ স্মরণে কী পরিকল্পনা নিয়েছে বিজেপি

রবিবারই ফের দুদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। নির্বাচনের আগে এই দুদিনে তিনি দুটি জনসভা এবং অন্যান্য প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ রবিবার প্রথমে নয়াদিল্লি থেকে যাবেন আরেক নির্বাচনী রাজ্য অসমে। সেখান থেকে বিকালে তিনি পশ্চিমবঙ্গে এসে পৌঁছাবেন। সন্ধ্যায় খড়গপুরে তিনি একটি রোড শো করবেন। সোমবার, ঝাড়গ্রাম ও রাণীবাঁধে দুটি জনসভায় ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর আবার তিনি অসমের গুয়াহাটির উদ্দেশ্য়ে রওনা হবেন।

Latest Videos

তবে এর পাশাপাশি নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অত্যাচারকে মানুষের সামনে তুলে ধরতে এক অভিনব কর্মসূচির পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। দলের পদস্থ নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে ১২৯ জন নিহত দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। বিগত কয়েক বছরে এঁরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ বিজেপির।

সূত্রের দাবি, অমিত শাহ প্রায় ৮৭ জন শহিদ পার্টি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর বাকিদের পরিবারের কাছে যাবেন জেপি নাড্ডা। আগামী কয়েক সপ্তাহে ছোট ছোট প্রতিনিধি দল করে নিয়ে এই দুই বিজেপি শীর্ষ নেতা বাংলার বিভিন্ন জেলায় নিহত দলীয় কার্যকর্তার বাড়ি পৌঁছে যাবেন।

 

 

Share this article
click me!

Latest Videos

হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত' সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M