বাংলায় এসে এবার ইসকনে যাবেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে গুরুকুলের ছাত্ররা

  • বাংলায় এসে ইসকনেও যাবেন এবার অমিত শাহ 
  • মন্দিরে তাকে স্বাগত জানাবেন গুরুকুলের ছাত্ররা 
  • মতুয়াদের মন রাখতে যাবেন তিনি  ঠাকুরনগরে
  •  নীলবাড়ি দখলে বিজেপির কাছে গুরুত্বপূর্ণ মতুয়া ভোট 

Asianet News Bangla | Published : Jan 24, 2021 11:57 AM IST / Updated: Jan 24 2021, 05:28 PM IST


বাংলা সফরে এসে ঠাকুরনগরের যাওয়ার পাশাপাশি ইসকনেও যাবেন এবার অমিত শাহ। সেজন্য ইসকন প্রাঙ্গনে তৈরি হচ্ছে হেলিপ্যাড, তৈরি হচ্ছে বাঁশের ব্যারিকেড। ৩০ জানুয়ারি তিনি রাজ্যে আসছেন। আর তাই এবার শাহ সফর ঘিরে সাজো সাজো রব পশ্চিমবঙ্গে।

 ৩০ জানুয়ারি শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসকনে মায়াপুর ইসকনে আসছেন জানালেন ইসকন জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। তাই চরম প্রস্তুতি চলছে, তৈরি হচ্ছে ইসকন প্রাঙ্গনে হেলিপ্যাড। জানা গিয়েছে, হেলিকপ্টারে সকাল ১০টা ৪৫ মিনিটে  মায়াপুরের হেলিপ্যাডে নামবেন তিনি। মন্দিরে তাকে স্বাগত জানাবেন গুরুকুলের ছাত্ররা।এরপর তিনি রাধমাধব, চৈতন্য মহাপ্রভু, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব মন্দির দর্শন করবেন। নতুন বড় মন্দির যেটির নির্মাণ কাজ চলছে। সেটি পরিদর্শন করে ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির যাবেন তিনি। দুপুরের ইসকনে প্রসাদ গ্রহণ করার পর দুপুর দেড়টায় হেলিকপ্টারে ফিরে যাবেন তিনি।

অপরদিকে, ৩০ জানুয়ারি মতুয়াদের মন রাখতে  ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের কাছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নীলবাড়ি দখলে বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ মতুয়া ভোট। দেলর হিসেবে প্রায় ৩০ টি বিধানসভা আসনের ফলাফলে বড়সড় ফারাক এনে দিতে পারেন গুরু হরিচাঁদ ঠাকুরের অনুগামীরা। এর মধ্যে ১৪ টি আসনই রয়েছে বিজেপি নেতা বনগাঁ এবং রাণাঘাট লোকসভা একাকাতেই। দুই আসন মিলিয়ে লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী ১২ টি আসনে এগিয়ে বিজেপি। বাংলার সকল মতুয়া সম্প্রদায়ের শ্রদ্ধা কেন্দ্র ঠাকুরনগরে। আর সেই ঠাকুরনগরেই মতুয়া সম্প্রদায়ের কাছে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ঠাকুরবাড়ির কামনা সাগরের পাশেই স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হওয়ার কথা। উল্লেখ্য, এই সভা থেকে সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন নিয়ে সরকারের পরিকল্পনা করে জানাবেন অমিত শাহ।


 

Share this article
click me!