বিধানসভার পথে দিনমজুরের স্ত্রী BJP প্রার্থী চন্দনা, আলো ফুটল বাঁকুড়ার বাউরি পরিবারে

  • বাকিদের  ভরাডুবি হলেও আলো ফুটল বাউরি পরিবারে 
  • বিধানসভার পথে এবার দিন মজুররের স্ত্রী চন্দনা বাউড়ি 
  • স্বামী রাজমিস্ত্রি-চন্দনা জোগান দেওয়ার কাজ করেন 
  • 'বাংলাকে স্বপ্ন দেখাবে চন্দনা বাউরিই'-বার্তা নরেন্দ্র মোদীর 
     

Ritam Talukder | Published : May 3, 2021 10:04 AM IST / Updated: Jun 01 2021, 01:06 PM IST


বিজেপি-র হেভিওয়েটদের ভরাডুবি হলেও আলো ফুটল বাঁকুড়ার বাউরি পরিবারে। বাঁকুড়া থেকে বিধানসভার পথে দিন মজুররের স্ত্রী চন্দনা বাউড়ি। অভাবের সংসারে চরম দুর্দশার মাঝেই ঘটেছিল ম্যাজিক। নেহাতই দিন মজুরের স্ত্রী চন্দনা বাউরিকে প্রার্থী করেছিল বিজেপি। আর এবার বিজেপিতে বাংলার ভরাডুবির মাঝে আলো জ্বালালেন চন্দনা।

আরও পড়ুন, 'কোভিড' বলে ফেরাল হাসপাতাল, হার্নিয়া ফেটে করে মৃত্যু, ২৪ ঘন্টা পরেও দেহ বেহালার বাড়িতেই 

 

স্বামী রাজমিস্ত্রি এবং চন্দনা নিজে স্বামীর সঙ্গে জোগান দেওয়ার কাজ করেন।  অভাবের সংসারে নিজেদের বাড়িতে নেই  শৌচাগারও। আর সেই ভাঙাচোরা জীবনের মাঝেই শালতোড়া কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন চন্দনা। বিজেপি তাঁকে প্রার্থী করার পর জানিয়েছিলেন যে, তিনি ভাগ্যবান যে বিজেপি তাঁকে লড়াইয়ের সুযোগ দিয়েছেন। প্রচারে বেরোনোর সময় বাচ্চাদের শাশুড়ি কাছে রেখে সকালে দুটো পান্তা খেয়েই বেরিয়ে পড়তেন চন্দনা। সঙ্গী হতেন স্বামী। এমনকি বাঁকুড়া প্রচারে এসে জনসভায় চন্দনার নাম মুখে এনেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আগামী দিনে বাংলাকে স্বপ্ন দেখাবে চন্দনা বাউরিই।

আরও পড়ুন, কোভিডে মৃত্যু বাড়ল কলকাতায়, ভ্য়াকসিন ঘাটতিতে উত্তাল ESI হাসপাতাল, দেখুন ছবি 

 

 ওদিকে বাকি হেভিওয়েটের তাই ভরাডুবি হলেও বৈতরীনি ভালভাবেই পার করলেন চন্দনা। ৪১৪৫ ভোটে তিনি জয়ী হয়েছেন। বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চন্দনা বাউরিকে শুভেচ্ছাও জানানো হয়েছে। বার্তা দেওয়া হয়েছে, 'আপনার জয়, আমাদের সকলের জয়।'

 

 

শালতোড়া বিধানসভার মনোনীত প্রার্থী শ্রীমতি চন্দনা বাউরি 4145 ভোটে জয়ী হলেন।অনেক অভিনন্দন দিদি আপনাকে আপনার জয় আমাদের সকলের জয় ✌✌✌✌💐💐🙏🙏🙏

Posted by BJP Ratua-ZP-21 on Sunday, May 2, 2021

 

Share this article
click me!