'BJP-র ভয়ে বাংলাকে দেশছাড়া করতে চান', মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপের

Published : Dec 27, 2020, 12:27 PM ISTUpdated : Dec 27, 2020, 12:39 PM IST
'BJP-র ভয়ে বাংলাকে দেশছাড়া করতে চান',  মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপের

সংক্ষিপ্ত

রবিবার সাতসকালে চা চক্রতে যোগ দিলেন দিলীপ ঘোষ।  সেখান থেকেই  'মমতা বন্দ্য়োপাধ্যায়' তোপ দিলেন তিনি   '৫০ শতাংশ কাজ প্রায় শেষ', সিএএ নিয়ে দাবি দিলীপের 'মরতে ভয় পাই না আমরা' কোভিড নিয়ে অভয় সভাপতির


রবিবার সাতসকালে চা চক্রতে যোগ দিলেন দিলীপ ঘোষ।  'মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলাকে দেশের বাইরে নিয়ে যেতে যায়, এরা বিজেপিকে ভয় পাচ্ছেন,' দমদম সাউথ সিঁথিতে চা চক্রতে যোগ দিয়ে বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সিএএ নিয়ে কী বললেন দিলীপ
 
 ' প্রাদেশিকতার কথা আওড়ে' শিবসেনা এবং মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে দিলীপ বলেন  'মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলাকে দেশের বাইরে নিয়ে যেতে যায়।'  দিলীপ আরও বলেন, এরা আজকে বিজেপিকে ভয় পাচ্ছেন। কারণ বিজেপি 'সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস', সারা দেশকে এক মনে করে। জম্মু-কাশ্মীর থেকে কন্য়াকুমারি, গুজরাট থেকে গুয়াহাটি সর্বোত্র আজ বিজেপি আছে। আজ দেশ সবচেয়ে বেশি সংগঠিত-সুরক্ষিত। এবং সিএএ নিয়ে বলেন, বিজেপি কথা দিয়েছে, আইন তৈরি করেছে। কোভিডের কারণে এটা আটকে ছিল। এর ৫০ শতাংশ কাজ প্রায় হয়ে গেছে। বাকিটা সরকার, ভোটের আগে বা পরে করবে।' 

'এই ভাইরাসকে আমরা কবজা করেছি'

অপরদিকে মজা করে বলেন, এই আমরা এই মুহূর্তে কেউ মাস্ক পরিনি। আমরা ভারতীয়রা অনেক বড় বড় যুদ্ধ জিতেছি। অনেক বিদেশী শক্তির সঙ্গে লড়াই করেছে দেশের লোকেরা, তাই আমদের কিছু হয় না। তিনি ইউরোপের কথা মনে করিয়ে বলেন, মহামারির জন্য ব্রিটেনে ফের লকডাউন, শুরু হতে পারে আমেরিকাতেও। কিন্তু ভারতের মানুষের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সুস্থতার হার ৯৬ শতাংশের বেশি। তাই এই ভাইরাসকে আমরা কবজা করেছি, মরতে ভয় পাই না আমরা।' এবং শেষ অবধি তিনি বলেন যে পরিবার এবং সমাজের জন্যআমাদের তবুও সবাই সাবধান থাকতে হবে।'

PREV
click me!

Recommended Stories

বাংলাদেশি নাগরিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূল নেতার অভিযোগ জমা দিয়েছেন জাল তথ্য
Arjun Singh: 'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কলকাতায় ফের মেসিকে আনব', মন্তব্য অর্জুন সিংয়ের