'বিনয় মিশ্র খুব জনপ্রিয়-তাই হানা দিচ্ছে CBI',তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কটাক্ষ দিলীপের

Published : Jan 01, 2021, 01:46 PM ISTUpdated : Jan 02, 2021, 09:23 AM IST
'বিনয় মিশ্র খুব জনপ্রিয়-তাই হানা দিচ্ছে CBI',তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কটাক্ষ দিলীপের

সংক্ষিপ্ত

বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই হানা নিয়ে বিস্ফোরক দিলীপ  বিনয় মিশ্রর বাড়িতে গরু পাচার কাণ্ডে তল্লাশি চালায় সিবিআই   এদিকে তদন্তের পরেই বেপাত্তা হয়ে যান বিনয় মিশ্র   'বিনয় মিশ্র কেন জনপ্রিয়', ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ


বর্ষবরণের দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিনয় মিশ্রকে তোপ দিলীপের।  কয়লা-গরু পাচার কাণ্ডে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এদিকে তদন্তের পরেই বেপাত্তা হয়ে যান বিনয় মিশ্র। আর এরপরেই শুক্রবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিনয়কে নিয়ে চরম কটাক্ষ রলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শুক্রবার নিউটাউনে  প্রাতঃভ্রমণে বেরিয়ে বিনয় মিশ্রকে নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, 'বিনয় মিশ্র খুব জনপ্রিয় মানুষ, আর কেন জনপ্রিয় সেটাও সবাই জানেন। আর সেই জন্য়ই তার বাড়িতে তল্লাশি চলছে। পশ্চিম বাংলায় দুর্নীতি, হিংসা, অসামাজিক কার্যকলাপ যারা চালায় তাঁদের নাম সবাই জানে' বলে খোঁচা দিয়েছেন দিলীপ।প্রসঙ্গত, কয়লা-গরু পাচারে ইতিমধ্য়েই রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এরই মধ্য়েই একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। এবার সেই তালিকায় বিনয় মিশ্রের নামও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে, গরু পাচারের বেআইনি কারবারের টাকা বিনয় মিশ্রের মাধ্য়মে নির্দিষ্ট কয়েকজন প্রভাবশালীর কাছে পৌঁছে যেত। 


পাশপাশি কয়লা-গরু পাচারে অন্যতম অভিযুক্ত সতীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে বিনয় মিশ্রর নাম উঠে আসে। এছাড়াও একাদিক সাক্ষীর বয়ানে এখন কাঠগড়ায় এনে ফেলেছে বিনয়কে বলে জানাল সিবিআই। উল্লেখ্য, তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি বিনয় মিশ্র এক্স ক্যাটাগরির সুরক্ষা পান। তবে কয়লা-গরু পাচার কাণ্ডে সিবিআই-র তদন্ত শুরু হতেই বেপাত্তা হয়ে গিয়েছেন তিনি।  

PREV
click me!

Recommended Stories

বাংলাদেশি নাগরিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূল নেতার অভিযোগ জমা দিয়েছেন জাল তথ্য
Arjun Singh: 'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কলকাতায় ফের মেসিকে আনব', মন্তব্য অর্জুন সিংয়ের