'পিসির বাড়ির ফুল শুকিয়েছে, আর কেউ যাবে না', সায়ন্তনের অশ্লিল মন্তব্যের জেরে বিতর্ক

  • নাম না করে মমতার বিরুদ্ধে ফের কুরুচিকর মন্তব্য
  • অশ্লিল মন্তব্যে করে বিতর্কে বিজেপি নেতা
  • বিজেপি নেতার মন্তব্য়ের সমালোচনা
  • প্রকাশ্য়ে কি বললেন বিজেপি নেতা

Asianet News Bangla | Published : Dec 25, 2020 5:45 PM IST / Updated: Dec 25 2020, 11:17 PM IST

নাম না করে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় নিশানা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে সমালোচনার ঝড় শাসকশিবিরে। শুক্রবার বড়দিনে মালদহে গিয়ে সায়ন্তন বসু কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

আরও পড়ুন-'বিষ্ণুপুরে শুভেন্দুদার জন্যই জিতেছি', সৌমিত্র খাঁয়ের মন্তব্য়ে নয়া জল্পনা

শুক্রবার মালদহের ইংরেজবাজার এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রবীন্দ্রভবন এলাকায় তিনি বলেন, ''পিসির বাড়ির ফুল শুকিয়ে গিয়েছে। কালীঘাটে পিসির বাড়ি আর কেউ যাবে না''। বিজেপি নেতার সায়ন্তন বসুর আরও দাবি, ''রাজ্য সরকার টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু করলে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী-নেতাদের চামড়া বাঁচানো যাবে না। আইন-শৃঙ্খলার অবনতি হবে। টেটের নিয়োগ নিয়ে শাসকদলের নেতারা যেভাবে টাকা তুলেছে। তাতে এমনই অবস্থা হবে''।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল। মুখপাত্র নির্বেদ রায় বলেন, ''ওনার ভাষায় ওনাকে পরিচয় দিয়েছে। আমার নৈতিক অবস্থান থেকে এমন কুরুচিকর মন্তব্য উপেক্ষা করলাম। তিনি যে এখনও শোধরাননি। তার প্রমাণ পাওয়া গেল''।
 

Share this article
click me!