'পাকে পড়ে গেছেন-সমন্বয় রাখতে রাজ্যপালের সাক্ষাত', মমতাকে কটাক্ষ দিলীপের

  •  রাজ্যপালের সঙ্গে বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ 
  •  চায়ে পে চর্চা যোগ দিয়ে তোপ দাগলেন দিলীপ 
  • উল্লেখ্য, বুধবার রাজভবনে পৌঁছায় মুখ্যমন্ত্রীর গাড়ি 
  •  সস্ত্রীক রাজ্যপালের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী 

'ক্ষমা এবং সমন্বয়ের জন্য রাজ্যপালের সঙ্গে দিদির বৈঠক', মমতাকে কটাক্ষ দিলীপের৷ উল্লেখ্য, বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে আচমকাই রাজভবনে যান রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপরেই  বৃহস্পতিবার  বাঁকুড়া মাচানতলায় চায়ে পে চর্চা যোগ দিয়ে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ 

 

Latest Videos

আরও পড়ুন, আজ মহারাজের ছুটি, 'সৌরভ দলে এলে পালক-পাগড়ি দিয়ে স্বাগত জানাব', বললেন মেনন

 

 

আরও পড়ুন, Election Live Update-CAA সমর্থনে মতুয়াদের সভায় অনুপস্থিত শান্তনু, শাহ আসার আগে জল্পনা তুঙ্গে


বৃহস্পতিবার সাত সকালেই বাঁকুড়ার মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে চায়ে পে চর্চা তে যোগ দেন রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চায়ে পে চর্চা কর্মসুচীতে যোগ দিয়ে তিনি বলেন, 'আমাদের উপর আমার উপর যারা একসময় হামলা চালিয়েছে তাদের আমরা দলে নিয়েছি তার কারন আমাদের দল বড় মন বড়। মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে বলেন আপনার পার্টি ছোট আপনার মন ছোট, সবই ছোট চেহারটাও ছোট।' ' মুখ্যমন্ত্রীর সাড়ে চার ফুট চেহারাকে' নিয়েও কটাক্ষের দিলীপ ঘোষের। এদিন তিনি  মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বৈঠক প্রসঙ্গে আরও বলেন, 'মুখ্যমন্ত্রী পাকে পড়ে গেছেন, তাই এখন ক্ষমা ও সমন্বয়ের জন্য দিদি এখন রাজ্যপালের সঙ্গে বৈঠক করছেন সাক্ষাত করছেন। অনেক নেতা  বিজেপিতে আসতে লাইন দিয়ে আছেন, সবাই আসুন সবাইকে নিয়ে আমরা কাজ করব' এমনটাই বললেন দিলীপ ঘোষ।

 

 


উল্লেখ্য, বুধবার সোয়া পাঁচটা নাগাদ রাজভবনে পৌঁছায় মুখ্যমন্ত্রীর গাড়ি। রাজভবনে গিয়ে সস্ত্রীক রাজ্যপালের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে ঘণ্টাখানেক আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী-রাজ্যপাল আলোচনা সৌজন্য সাক্ষাৎকার। ঘণ্টাখানেক রাজভবনে থাকার পর গাড়ি থেকে হাত নাড়িয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এরপরই, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি দিয়ে ট্যুইট করেন রাজ্য়পাল। সেখানে তিনি লেখেন, ' মুখ্যমন্ত্রী রাজভবনে আসায় সস্ত্রীক আমরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি।'

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo