২০২১-এর প্রথম দুই দফা নির্বাচনের জন্য বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা, দেখে নিন এক নজরে

প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

প্রথম দুই দফায় ৬০ আসনে ভোটগ্রহণ

বাঘমুন্ডি আসনটি ছাড়া হয়েছে আজসু-কে

নন্দীগ্রামে লড়ছেন শুভেন্দু অধিকারী

 

শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। দিল্লির বিজেপি সদর দফতর থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাঘমুন্ডি আসনটি ছাড়া হয়েছে জোটসঙ্গী এজেএসইউ-কে। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীই। ডেবরায় প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, ময়নায় প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। দেখে নিন বিজেপির প্রথম দুই দফার প্রার্থী তালিকা -  

প্রথম দফা --

Latest Videos

পূর্ব মেদিনীপুর - ১

কেন্দ্র         প্রার্থী

পটাশপুর         ডা. অম্বুজাক্ষ মোহান্তি
কাঁথি উত্তর         সুনীতা সিংহ
ভগবানপুর        রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি         শান্তনু প্রামানিক
কাঁথি দক্ষিণ        অরূপ কুমার দাস
রামনগর         স্বদেশ রঞ্জন নায়েক
এগরা        অরূপ দাস

পশ্চিম মেদিনীপুর - ১

কেন্দ্র         প্রার্থী

দাঁতন        শক্তিপদ নায়েক
কেশিয়াড়ি        সোনালী মুর্মু
খড়গপুর সদর    তপন ভুঁইয়া
গড়বেতা        মদন রুইদাস
শালবনি         রাজীব কুন্ডু
মেদিনীপুর        শমিত দাস

বাঁকুড়া - ১

কেন্দ্র         প্রার্থী

শালতোড়া        চন্দনা বাউরি
ছাতনা         সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ        ক্ষুদিরাম টুডু
রাইপুর         সুধাংশু হাঁসদা

ঝাড়গ্রাম

কেন্দ্র        প্রার্থী

নয়াগ্রাম         বাকুল মুর্মু
গোপীবল্লভপুর     সঞ্জিত মাহাতো
ঝাড়গ্রাম         সুখময় সতপতি
বিনপুর        পালন সোরেন

পুরুলিয়া -

কেন্দ্র         প্রার্থী

বান্দোয়ান        পারসী মুর্মু
বলরামপুর         বাণেশ্বর মাহাতো
বাঘমুণ্ডি         এজেএসইউ (জোটসঙ্গী)
জয়পুর        নরহরি মাহাতো
পুরুলিয়া         সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার        গৌরী সিং সর্দার
পাড়া         নাদিয়া চাঁদ বাউরি
রঘুনাথপুর         বিবেকানন্দ বাউরি


দ্বিতীয় দফা --

দক্ষিণ ২৪ পরগনা - ১

কেন্দ্র        প্রার্থী

গোসাবা         চিত্ত প্রামানিক (বরুণ)
পাথরপ্রতিমা         অসিত হালদার
কাকদ্বীপ         দীপঙ্কর জানা
সাগর         বিকাশ কামিলা


পূর্ব মেদিনীপুর - ২

কেন্দ্র         প্রার্থী

তমলুক        ডা. হরেকৃষ্ণ বেরা
পাঁশকুড়া পূর্ব         দেবব্রত পট্টনায়ক
পাঁশকুড়া পশ্চিম     শিন্টু সেনাপতি
ময়না        অশোক দিন্দা
নন্দকুমার         নীলাঞ্জন অধিকারী
মহিষাদল         বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
হলদিয়া         তাপসী মণ্ডল
নন্দীগ্রাম        শুভেন্দু অধিকারী
চণ্ডীপুর         পুলক কান্তি গুরিয়া

পশ্চিম মেদিনীপুর - ২

কেন্দ্র         প্রার্থী

নারায়ণগড়         রামপপ্রসাদ গিরি
সবং        অমূল্য মাইতি
পিংলা         অন্তরা ভট্টাচার্য
ডেবরা        ভারতী ঘোষ
দাসপুর         প্রশান্ত বেরা
ঘাটাল         শীতল কাপত
চন্দ্রকোনা        শীবরাম দাস
কেশপুর         প্রীতিশ রঞ্জন কুয়ার

বাঁকুড়া - ২

কেন্দ্র         প্রার্থী

তালডাংরা        শ্যামল কুমার সরকার
বাঁকুড়া        নীলাদ্রি শেখর দানা
বড়জোড়া         অলোক মুখোপাধ্যায়
ওন্দা         অমর সাখা
বিষ্ণুপুর         তন্ময় ঘোষ
কাতুলপুর         হরকালী পতিহার
ইন্দাস        নির্মল ধারা
সোনামুখী        দিবাকর ঘৌরমী

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari