কী ধরণের গুলি চলেছিল, আজ শীতলকুচিতে সিআইডি-র ফরেন্সিক ব্যালেন্সিক টিম

  • শীতলকুচিকাণ্ড ক্রমশই রহস্যময় হয়ে উঠছে 
  •  সোমবার শীতলকুচি সফরে সিআইডি-র টিম 
  •  কেমন ধরণের গুলি চলেছিল, দেখা হবে খতিয়ে
  • তিন সদস্যের দল ঘটনাস্থল থেকে নমুনা নেবে

সোমবার শীতলকুচি সফরে সিআইডি-র  ফরেন্সিক ব্যালেন্সিক টিম। উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের সকালেই রক্তাক্ত হয়েছে  কোচবিহার। মৃত্যু হয়েছে  ৫ জনের। এদের মধ্য়ে কেন্দ্রীয়বাহিনীর গুলিতে তাঁদের মধ্য়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এখন মানুষ ভূলতে পারেনি সেই ঘটনা। গন্ডগোল যখন বাইরে হচ্ছিল, তখন কীকারণে বুথের দিকেই গুলিবর্ষণ হয়েছিল, উঠে এসব প্রশ্নও। সেদিন ঠিক কী ধরণের গুলি চলেছিল তা খতিয়ে দেখতেই এদিন শীতলকুচি যাচ্ছে ফরেন্সিক ব্যালেন্সিক টিমের তিন সদস্যের দল।

আরও পড়ুন, FIR শুভেন্দু-সৌমেন্দুর বিরুদ্ধে, আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ 

Latest Videos

 

 

সিআইডির রিপোর্টের তথ্য অনুযায়ী, বাইরে গন্ডোগোল হলেও বুথের ভিতর দরজা ভেদ করে গুলি ঢুকে যায়। গুলি লাগে ব্ল্য়াক বোর্ডেও। বাইরে অশান্তি হওয়া সত্ত্বেও কীভাবে ভিতরে গুলি গেল, এটাই  খতিয়ে দেখতে শীতলকুচি যাচ্ছে ফরেন্সিকের ব্যালেন্সিক টিম। সোমবার তিন সদস্যের টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন। ঠিক কী ধরণের গুলি চলেছিল, তা পরীক্ষা করে দেখবেন ফরেন্সিক ব্যালেন্সিক টিমের অভিজ্ঞ অফিসাররা। ঘটনার দিন গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন, সিআইএসএফ-র গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছে। পরে ১০ এপ্রিল অর্থাৎ ঘটনার দিনের ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তিন জনের বুলেট ইনজুয়েরি এবং সামিউল মিঞাঁ নামে অপর এক জনের স্প্লিন্টারের আঘাতে মৃত্যু হয়েছে। আর এখানেই শীতলকুচিকাণ্ড ক্রমশই রহস্যময় হয়ে উঠছে। 

 

আরও পড়ুন, 'পুরোটাই বিরোধীদের শাস্তি দিতে করা হচ্ছে', ভোট পরবর্তী হিংসার ইস্যুতে মমতাকে তোপ রাজ্যপালের  


উল্লেখ্য, ব্যালেন্সিক টিমের সদস্যরা আগ্নেয়স্ত্রের উৎপাদন, বুলেটের আকার নিয়ে বিশ্লেষণ করেন। শীতলকুচিকাণ্ডে ইতিমধ্য়েই সিআইডি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ভোটের দিন গুলি চলছিল বুথের দিকে তাক করেই। প্রাথমিক তদন্তে এমনই অনুমান সিআইডি-র। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দরজা ভেদ করে গুলি ঢুকে যায় ভিতরে। তা গিয়ে লাগে ব্ল্যাকবোর্ডের গায়ে। সেই সব দিকই খতিয়ে দেখতেই  এদিন শীতলকুচি যাচ্ছে ফরেন্সিকের ব্যালেন্সিক টিম।

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata