ভোটের দিনই বহিরাগত ঝামেলায় মমতা, বিহারের কোর্টে মামলা হল তাঁর বিরুদ্ধে

বৃহস্পতিবার ছিল নন্দীগ্রামের ভোট

আর এই দিনেই বহিরাগত ঝামেলায় ফাঁসলেন মমতা

বিহারের আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের

বিহারীদের অপমান করার অভিযোগ উঠেছে

 

বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন, যখন নন্দীগ্রামে ভোট নিয়ে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময়ই বহিরাগত ঝামেলা এল তাঁর জীবনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিহারের এক আদালতে অভিযোগ দায়ের করা হল। সম্প্রতি, বিধানসভা নির্বাচনের প্রচারের সময়  বিহারের বাসিন্দাদের নিয়ে তিনি অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এই অভিযোগটি করেছেন, এক স্থানীয় আইনজীবী। তাঁর নাম সুধীর কুমার ওঝা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিহারীদের অপমান করার অভিযোগ জানিয়ে তাঁকর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছেন। সঙ্গে তিনি একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন, যেখানে তৃণমূল সুপ্রিমোকে 'বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা' নিয়ে আসছে বিজেপি, এমন কথা বলতে শোনা গিয়েছে।

Latest Videos

সুধীর কুমার ওঝা অবশ্য প্রায়শই রাজনীতিবিদ, চলচ্চিত্র তারকা এমনকী বিদেশি রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধেও বিভিন্ন মামলার আবেদন করার জন্য সুপরিচিত। তবে বেশিরভাগই ক্ষেত্রেই তাঁর আবেদন মামলা দায়ের হওয়ার আগেই খারিজ হয়ে যায়। মাত্র কয়েকটি ক্ষেত্রে তাঁর আবেদন অনুসারে মামলা হয়েছে। তবে, কেউ সাজা পেয়েছেন বা মামলা বিশেষ দূর এগিয়েছে, এমনটা কখনই হয়নি।

মমতা বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে তিনি ভারতীয় দণ্ডবিধির ১৪৭ এবং ১৪৮ নম্বর ধারা অর্থাৎ দাঙ্গা করা, ২৯৫ এবং ২৯৫ (এ) ধারা বা ইচ্ছাকৃত অপমান এবং ৫১১ ধারা বা অপরাধ করার চেষ্টার অধীনে মামলা দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে পুলিশকে একটি এফআইআর দায়ের করার জন্য আদালত নির্দেশ দিক, এমনটাই চেয়েছেন তিনি।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?