ভোটের দিনই বহিরাগত ঝামেলায় মমতা, বিহারের কোর্টে মামলা হল তাঁর বিরুদ্ধে

বৃহস্পতিবার ছিল নন্দীগ্রামের ভোট

আর এই দিনেই বহিরাগত ঝামেলায় ফাঁসলেন মমতা

বিহারের আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের

বিহারীদের অপমান করার অভিযোগ উঠেছে

 

বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন, যখন নন্দীগ্রামে ভোট নিয়ে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময়ই বহিরাগত ঝামেলা এল তাঁর জীবনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিহারের এক আদালতে অভিযোগ দায়ের করা হল। সম্প্রতি, বিধানসভা নির্বাচনের প্রচারের সময়  বিহারের বাসিন্দাদের নিয়ে তিনি অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এই অভিযোগটি করেছেন, এক স্থানীয় আইনজীবী। তাঁর নাম সুধীর কুমার ওঝা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিহারীদের অপমান করার অভিযোগ জানিয়ে তাঁকর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছেন। সঙ্গে তিনি একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন, যেখানে তৃণমূল সুপ্রিমোকে 'বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা' নিয়ে আসছে বিজেপি, এমন কথা বলতে শোনা গিয়েছে।

Latest Videos

সুধীর কুমার ওঝা অবশ্য প্রায়শই রাজনীতিবিদ, চলচ্চিত্র তারকা এমনকী বিদেশি রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধেও বিভিন্ন মামলার আবেদন করার জন্য সুপরিচিত। তবে বেশিরভাগই ক্ষেত্রেই তাঁর আবেদন মামলা দায়ের হওয়ার আগেই খারিজ হয়ে যায়। মাত্র কয়েকটি ক্ষেত্রে তাঁর আবেদন অনুসারে মামলা হয়েছে। তবে, কেউ সাজা পেয়েছেন বা মামলা বিশেষ দূর এগিয়েছে, এমনটা কখনই হয়নি।

মমতা বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে তিনি ভারতীয় দণ্ডবিধির ১৪৭ এবং ১৪৮ নম্বর ধারা অর্থাৎ দাঙ্গা করা, ২৯৫ এবং ২৯৫ (এ) ধারা বা ইচ্ছাকৃত অপমান এবং ৫১১ ধারা বা অপরাধ করার চেষ্টার অধীনে মামলা দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে পুলিশকে একটি এফআইআর দায়ের করার জন্য আদালত নির্দেশ দিক, এমনটাই চেয়েছেন তিনি।

 

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury