এবার আজব কান্ড মুর্শিদাবাদে। শেষে কিনা কংগ্রেসের প্রতীক 'হাত' চিহ্নের মাঝে পদ্মের চাষ। একদমই তাই মুর্শিদাবাদের ডোমকল মহাকুমার নানা অংশ জুড়ে শুক্রবার ছেয়ে গেল কংগ্রেসের 'হাত' প্রতীক আঁকা পোস্টারের মাঝে বিজেপির 'পদ্ম' ফুল আঁকা দলীয় ছবি। আর তলায় লেখা 'খবর এটাই তলে তলে অধীর এখন পদ্মের দলে।' আর এই ঘটনার চাউর হতেই কংগ্রেস মহল থেকে শুরু করে জেলার রাজনৈতিক শিবিরের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন, শনিবার মালদা সফরে আসছেন নাড্ডা, কেন্দ্রীয় সভাপতির শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে, দেখুন ছবি
মূলত এদিন ডোমকল বাজার সংলগ্ন ভাতশালা এলাকায় বিভিন্ন দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাড়ির দেওয়ালে এই আজব হাত ও পদ্ম ফুল আঁকা পোস্টার লক্ষ্য করা যায়। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অধীর চৌধুরীর রাজনৈতিক সচিব জয়ন্ত দাস বলেন,'তৃণমূল এতটাই নিচে নেমে গিয়েছে যে ওরা হারবে সর্বত্র এটা বুঝে গিয়ে এই জঘন্য নিম্নরুচির কাজটি করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। মানুষ ব্যালটে এর উত্তর দেবে।'
আরও পড়ুন, তৃণমূলের পোস্টারে ফুঁটল বিজেপির পদ্ম, ভোটের আগে বিরল মুহূর্তের সাক্ষী থাকল বাংলা
যদিও এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,'এই সকল কাজ খোদ কংগ্রেসের। তারা মাইলেজ পাওয়ার জন্য এই ফন্দি করেছে মানুষ ওদেরকে চেনেন।' স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান, রাকেশ মণ্ডল তারা বলেন,'সম্ভবত কেউ চুপি চুপি সকলের চোখের আড়ালে এমন কাণ্ড ঘটিয়ে আলোড়ন তৈরি করতে চেয়েছে।'