কয়লাকাণ্ডে কলকাতার ৮ ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, ওদিকে সুপ্রিম কোর্টে লালার শুনানিও আজই

Published : Mar 01, 2021, 11:57 AM ISTUpdated : Mar 01, 2021, 02:39 PM IST
কয়লাকাণ্ডে কলকাতার ৮ ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, ওদিকে সুপ্রিম কোর্টে লালার শুনানিও আজই

সংক্ষিপ্ত

 কয়লাকাণ্ডে ইডির হানা  আরও ৮  ব্যবসায়ীর বাড়িতে  বাড়ি-অফিসে তল্লাশি চালিয়ে মিলেছে এখাধিক তথ্য এদিকে কয়লাকাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে লালার শুনানি   সিবিআইয়ের দাবি কয়লাকাণ্ডে ষড়যন্ত্রের মূলে রয়েছে সে

কয়লাকাণ্ডে ইডির হানা  আরও ৮  ব্যবসায়ীর বাড়িতে। এর প্রত্যেকেই কলকাতার বাসিন্দা। ওই ব্যবসায়ীদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, এমনটাই ইডি সূত্রের দাবি। এদিকে সোমবার কয়লাকাণ্ডে সুপ্রিম কোর্টে লালা ওরফে অনুপ মাজিরও শুনানি রয়েছে।

 

 

সিবিআইয়ের দাবি কয়লাকাণ্ডে ষড়যন্ত্রের মূলে রয়েছে  লালা ওরফে অনুপ মাজি।  লালার বিরুদ্ধে করা সিবিআইয়ের এফআইআর এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। লালা ওরফে অনুপ মাজির সেই মামলারই শুনানি রয়েছে  সোমবার। গত নভেম্বর থেকে এই অবধি লালাকে তিনটি নোটিশ দিয়েছলি সিবিআই। কিন্তু কোনওবারই সিবিআইয়ের মুখোমুখি হননি লালা। পরবর্তীতে লালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু এখনও অবধি লালার কোনও হদিশ মেলেনি। 

 

 

অপরদিকে, কয়লাকাণ্ডে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতে সিবিআই হানার পর এবার  ইডির হানা  আরও ৮  ব্যবসায়ীর বাড়িতে। শুক্রবার থেকে পরপর তিন দিন বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। উল্লেখ্য, সম্প্রতি রণধীরের বিরুদ্ধেও বিপুল টাকা বাজারে খাটানোর অভিযোগ আনে সিবিআই। পাশপাশি কয়লাকাণ্ডে  তৃণমূলের যুবরাজ অভিষেকের বাড়িতেও চলে সিবিআই হানা।

 

 


 

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ বানান লিখতে গিয়ে ভুল করেন!’ অরূপকে ধুয়ে দিলেন সুকান্ত
SIR West Bengal : শুনানিতে না গেলে কী হবে? চাঞ্চল্যকর মন্তব্য করল কমিশন!