'মমতাকে ব্ল্য়াকমেল করেছেন অনুব্রত', ভোটের দোরগড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক ফিরহাদ। তাঁর আপত্তির জেরেই নটহাঁটি বিধানসভা থেকে টিকিট পাননি মইনুদ্দিন শামস। কর্মীসভা দাঁড়িয়ে এমনই অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। বুধবার সকালে ফিরহাদের ভিডিও ভাইরাল।
আরও পড়ুন, প্রচারে গিয়ে রোগী দেখলেন TMC প্রার্থী, ভোটের মুখে পরিষেবা পেয়ে মুছে যাবে কি গত ১০ বছর
প্রার্থী তালিকা থেকে তাঁর নাম বাদ যেতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নলহাটির নেতা মইনুদ্দিন সামস। অনুব্রতর বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন এই নেতা। মূলত তাঁর পক্ষ নিয়েই এবার প্রতিক্রিয়া জানালেন পিরহাদ হাকিম। জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি গত সোমবারের। কলকাতা পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের ক্রমীসবায় যোগ দিয়েছেন তিনি। সেখানেই তৃণমূল নেতা মইনুদ্দিনের ভাই নিজামুদ্দিনকে পাশে বসিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ফিরহাদ।
আরও পড়ুন, জোর করে নয়, ভালবেসেই মোদীর সভায় মেদিনীপুরবাসী, দেখুন কাঁথির ক্যানভাস
ভিডিওটিতে ফিরহাদ বলেছেন, আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশেই বসেছিলাম। আমি নিজেই জানতাম না প্রার্থী তালিকায় তাঁর মইনুদ্দিনের নাম নেই। তালিকা বেরোনোর পর যখন দেখলাম নাম নেই, তখন আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে প্রশ্ন করেছিলাম এটা কী হল। দিদি বলেছেন, অনুব্রত আমাকে ব্ল্য়াকমেল করেছে। জবদস্তি ওর নাম কেটে দিয়েছে।'