তৃণমূলের ব্যাটসম্যান মনোজ তিওয়ারি, বিজেপির বোলার অশোক দিন্দা, এবার সত্যিই 'খেলা হবে'

  • বুধবার রাজ্যের দুই দলে যোগ দিলেন দুই ক্রিকেটার
  • তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি
  • অপরদিকে বিজেপিতে যোগ দিলেন অশোক দিন্দা
  • ভোটের আগে জমে গেল বাংলার ভোটের খেলা
     

Sudip Paul | Published : Feb 24, 2021 4:15 PM IST / Updated: Feb 24 2021, 09:49 PM IST

একই দিনে বাংলার দুই ক্রিকেটার যোগ দিলেন দুই দলে। হুগলির ডানপ মাঠে বুধবার সকালে মুখ্যমন্ত্রীর সভায় তৃণমূলে যোগ দেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। অপরদিকে, শাসক দলকে ইটের জবাব পাটকেলে দিয়ে বুধবার বিকেলেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বাংলার প্রাক্তন তারকা পেসার অশোক দিন্দা। এযেন অনেকটা ব্যাটসম্যান মনোজের উইকেট নিতে বোলার দিন্দাকে মাঠে নামাল পদ্মশিবির।

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিরোধী পোস্ট করছিলেন মনোজ তিওয়ারি। ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূলে যোগ দানের কথা। মঙ্গলবার জানা যায়, সাহাগঞ্জে মুখ্যমন্ত্রীর সভাতেই যোগ দেবেন মনোজ। আভাস মতই এদিন মুখ্যমন্ত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন মনোজ। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'অগ্নিকন্যা' বলে সম্বোধন করেন তিনি। মনোজের যোগ দানের কিছু ঘণ্টার মধ্যেই মাস্টার স্ট্রোক দেয় বিজেপিও। গেরুয়া শিবিরে নাম লেখালেন প্রাক্তন ভারতীয় ও বাংলার পেসার অশোক দিন্দা। কলকাতায় বিজেপির একটি কর্মসূচিতে বিজেপিতে যোগ দেন তিনি। শুভেন্দু অধিকারী দিন্দার হাতে তুলে দেন পতাকা। প্রসঙ্গত, শুভেন্দু ও দিন্দার বাড়ি একই জেলায়। বিশ কিছুদিন ধরেই দিন্দার বিজেপি যোগের কথা শোনা যাচ্ছিল। এদিন মনোজের তৃণমূলে যোগের দিন দিন্দাকে বিজেপিতে যোগ দান করিয়ে 'খেলা' জমিয়ে দিল পদ্ম শিবির।

বাংলা দলের হয়ে দীর্ঘ বছর একসঙ্গে খেলেছেন মনোজ তিওয়ারি ও অশোক দিন্দা। আইপিএলে কেকেআরের হয়েও একসঙ্গে খেলেছেন দিন্দা। বাংলা দলে মনোজের অধিনায়কত্বেও বোলিং করেছেন দিন্দা। দুজনের মধ্যে বন্ধুত্বও ভালো। কিন্তু রাজনীতির ক্ষেত্রে আলাদা দল বেছে নিলেন দুই ক্রিকেটার। প্রাক্তন দুই সতীর্থের রাজনীতির ময়দানে একে অপরকে কতটা টেক্কা দিতে পারে সেটাই দেখার অপেক্ষায় এবার বঙ্গবাসী। বলা চলে তৃণমূলের ব্যাট,ম্যান মনোজকে আউট করতে ময়দানে বিজেপির বোলার দিন্দা।
 

Share this article
click me!