সহযোগিতার কথা বলেও মমতাকে খোঁচা শুভেন্দুর, বিজেপির পরিষদীয় নেতা হয়ে কী কী বললেন নন্দীগ্রামের বিধায়ক

  • গঠনমূলককালে সহযোগিতার আশ্বাস 
  • মানুষের চাহিদা পুরণের অঙ্গীকার 
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা 
  • শুভেন্দু অধিকারী জানিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে সরব হবেন 
     

বিরোধী দলনেতা নির্বাচিত হয়ে শুভেন্দু অধিকারী বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতার বার্তা দিলেন। সোমবার শুভেন্দু অধিকারীকে বিজেপি বিধায়করা বিধানসভায় তাঁদের নেতা নির্বাচিত করেন। তারপরই শুভেন্দু জানিয়েছেন সরকারের গঠনমূলক কাজে তিনি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তবে রাজ্যে সন্ত্রাস চলছে বলে এদিনও অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদাই তিনি সরব হবে।  বিধানসভার ভিতরে ও বাইরে সব জায়গায়াতেই সন্ত্রাসের বিরোধিতা করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 


সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন যাখন  বিধানসভায় বিরোধীদের মাত্র ২৯ জন বিধায়ক ছিল তখনও তিনি ছিলেন। আর সেই সময় তিনি শাসকদলের ২৩৫ বিধায়কের দম্ভ দেখেছেন। তাই বঙ্গ বিধানসভায় তিনি অপরিচিত নন বলেও জানিয়েছেন। একই সঙ্গে শুভেন্দু বলেন, হিংসামুক্ত বাংলা, শান্তির বাংলা প্রতিষ্ঠা করাই তাঁর অঙ্গীকার। একই সঙ্গে তিনি জানিয়েছেন বাংলা তথা নন্দীগ্রামের বাসিন্দাদের চাহিদা পুরণের জন্য তিনি লড়াই করে যাবেন বলেও জানিয়েছেন। 

এদিন যথারীতি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে ভোলেননি। তিনি নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর হারের প্রসঙ্গ টেনে এনে বলেন, 'পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথম কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন যিনি বিধানসভা নির্বাচনে হেরে গেছেন।' শীতলকুচিকাণ্ডে সিআইডি তদন্ত নিয়েও মুখ খুলেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন  মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ঘটনার তদন্ত করছে সিআইডি। আর সেই কারণেই সিআইএসএফ-এর সদস্যকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাই নিয়ে শুভেন্দু বলেন কেন্দ্রীয় বাহিনী স্বারাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

 

Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today