'ভুল ছিল তৃণমূলে যোগ দেওয়া', 'মুখ্যমন্ত্রী' জল্পনার পালে জোর হাওয়া দিলেন মিঠুন

তৃণমূলের কারোর বিরুদ্ধে একটাও অভিযোগ নেই

তবে তৃণমূলে যোগ দেওয়াটা ভুল বলে জানালেন

আশার আলো দেখেই বিজেপিতে যোগ

মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও ওড়ালেন না

তৃণমূলের কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ করলেন না। পচে গিয়েছে, দিদি-ভাইপোর কোম্পানি, কাটমানি, তোলাবাজি কিছুই বললেন না। বিজেপিতে যোগ দেওয়ার পর মিঠুন চক্রবর্তী শুধু বললেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াটা তাঁর 'ভুল সিদ্ধান্ত ছিল'। বিজেপিতে যোগ দিয়েছেন, কারণ তিনি একটা আশার আলো দেখতে পাচ্ছেন।

রবিবারের ব্রিগেড যতটা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, প্রায় ততটাই ছিল মিঠুন চক্রবর্তীরও। যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ১৮ বছর বয়স থেকে তিনি একটা জিনিসই চাইতেন, দরীদ্র-অভাবী মানুষের পাশে দাঁড়াতে। ব্যক্তিগতভাবে অনেক কাজই করেছেন তিনি। কোনওদিন প্রচার করেননি, তাই কেউ সেই সম্পর্কে জানেন না।

Latest Videos

এখন, বাংলায় বিজেপি সরকার আসা নিশ্চিত, বলেই দৃঢ় কন্ঠে জানিয়েছেন 'মহাগুরু'। সেই দলের নেতৃত্বে রয়েছেন, 'বিশ্বের সবচেয়ে বড় নেতা' নরেন্দ্র মোদী। মূলত তাঁকে দেখেই তিনি বাংলার হয়ে কিছু কাজ করার আশার আলো দেখতে পাচ্ছেন। আর সেই কারণেই গেরুয়া শিবিরে এসেছেন তিনি।

মিঠুন আরও জানিয়েছেন, আগামী ১২ মার্চ থেকেই তিনি বিজেপির হয়ে রাজ্যে প্রচারে নেমে পড়বেন। নির্বাচনে লড়া এমনকী মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি পর্দায় 'এমএলএ ফাটাকেষ্ট'র ভূমিকায় অভিনয় করা মিঠুন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছোট্ট করে জানিয়েছেন, 'হতেই পারে'। যা থেকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মিঠুন চক্রবর্তীকেই বাংলায় মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরতে পারে বিজেপি।

 

Share this article
click me!

Latest Videos

হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত' সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M