ইস্তাহারে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে BJP, কী কী ক্ষেত্রে জানুন বিস্তারিত

  • ইস্তাহার প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  
  • খাদ্য-বিধবাভাতা সহ একাধিক ক্ষেত্রে টেক্কা বিজেপির 
  • রয়েছে শিক্ষা-আবাসন প্রকল্পেও পাল্টা চমক বিজেপির 
  • তবে ওবিসি আওতাভু্ক্ত করার প্রতিশ্রুতি ২ শিবিরের 

Asianet News Bangla | Published : Mar 22, 2021 3:13 AM IST / Updated: Mar 22 2021, 10:58 AM IST

 ইস্তাহারে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। এদিকে দোরগড়ায় ভোট। শেষমুহূর্তে নিজে হাতে  ইস্তাহার প্রকাশ করে মমতাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একবার দেখে যাক ঠিক কীসে কীসে মিল আর কোন কোন ক্ষেত্রে  ইস্তাহারে বাউন্ডারি হাঁকিয়ে ছয় মেরেছে বিজেপি। 

 

 

আরও পড়ুন, 'দিদির লোকজন বিকৃত ছবি আঁকছে', বাংলার ঐতিহ্য নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের গ্রাফিতিকে নিশানা মোদীর 


 ইস্তাহারে তৃণমূলকে টেক্কা দিল বিজেপি। রবিবার বিজেপির ইস্তাহার প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা মা ক্যান্টিন শহরের মোড়ে মোড়ে ওদিকে ইস্তাহারে বিজেপির এবার অন্নপূর্ণা ক্য়ান্টিন। মমতা বিধবাভাতার ১ হাজার টাকাকে টপকে , ক্ষমতায় এলে ৩ হাজার টাকা দেবে বিজেপি। এখানেই শেষ নয় ঘাসফুল শিবিরকে আরও অনেককিছুতেই বড় সড় টেক্কা দিয়েছে গেরুয়া শিবির। মাহিষ্য, তিলি অনগ্রসর হিন্দু জনগোষ্ঠীকে ওবিসি আওতাভু্ক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা-শাহ দুজনেই। ক্ষুদ্র প্রতি একর প্রতি ১০ হাজার টাকা দেওয়া প্রতিশ্রুতিতেও রয়েছে তৃণমূল-বিজেপি শিবির। রয়েছে শিক্ষা-আবাসন প্রকল্পেও পাল্টা চমক বিজেপির।

আরও পড়ুন, ' ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে তৃণমূল', BJPতে যোগ দিয়েই বললেন শিশির অধিকারী  

 

 

মমতা বলেছেন যে ছাত্র-ছাত্রীদের ক্রেডিট কার্ড দেবেন, ওদিকে ক্ষমতায় এলে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়াশোনার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। পাশাপশি মমতার ২৫ লক্ষ বাড়ি বানানো এবং পানীয় জলের প্রতিশ্রুতিকে টেক্কা দিয়ে ১১ হাজার কোটি টাকার সোনার বাংলা বানানোর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

Share this article
click me!