সবুজ-গেরুয়া-লাল নয়, মালদার মালতীপুরে ধবধবে সাদা পতাকা নিয়ে নির্দল, কতটা হবে অন্যদের কাঁটা

  • মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রে নয়া নির্দল প্রার্থী
  • সাদা পতাকা নিয়ে স্লোগান দিয়ে উদ্বোধন হল পার্টি অফিস
  • এই কেন্দ্রের ইতিহাস বলছে নির্দলরা এখানে ফ্যাক্টর হয়েছে
  • এবার দেখার বিষয় নতুন এই নির্দল কতটা দাগ কাট
     

তনুজ জৈনঃ মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মালতীপুর বিধানসভা কেন্দ্রের ভোট চেহারা একটু খুঁটিয়ে দেখলে জাহাঙ্গীর আলমদের পদক্ষেপকে হাস্যকর মনে না ও হতে পারে।  জাহাঙ্গীররা সেখানে একটি কাঁচা ঘরকে দলীয় দফতর ঘোষণা করেছেন। নাম বলছেন, নির্দল পার্টি। স্লোগান দিচ্ছেন- খেলা হবে। 

২০১১ সালের ভোটে মালতীপুর কেন্দ্রে জিতছিলেন আরএসপি-র আব্দুর রহিম বক্সী। দ্বিতীয় স্থানে ছিলেন আল বিরুণী। তিনি ছিলেন নির্দল। ২০১৬ সালের ভোটে কংগ্রেস এই আসনে জেতে। আরএসপি-র আব্দুর রহিম বক্সীকে হারিয়েছিলেন যে কংগ্রেস প্রার্থী, তিনি সেই আল বিরুণী। ২০২১ সালের ভোটে আবার প্রার্থী হয়েছেন বক্সী। তবে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে। ২০১৯ সালে তিনি দল পাল্টে ফেলেছিলেন। 

Latest Videos

নির্দল প্রার্থী, এই বিধানসভায় একেবারে এলেবেলে নন, তা উপরের পরিসংখ্যান থেকে কিছুটা স্পষ্ট হবার কথা। সম্ভবত এই তথ্যের উপর ভর করেই মালতীপুর বিধানসভা কেন্দ্রের এক-দুশো যুবক পার্টি অফিস খুলে ফেললেন। তাঁদের দাবি, তারা ভোটে দাঁড়াবেন। তাঁদের অভিযোগ, এলাকার কংগ্রেস বিধায়ক কোনও কাজ করেননি। 

জাহাঙ্গীরের বক্তব্য, এলাকায় কোনও উন্নয়ন হয়নি। তিনি জানিয়েছেন, এলাকার মানুষদের পাশে তাঁরা রয়েছেন, এবং এলাকার মানুষও তাঁদের সঙ্গে রয়েছেন। সাদা নিশানের এই নির্দল পার্টির এখনও কোনও প্রার্থী স্থির হয়নি। এবারের ভোটে তাঁরা লড়বেন জানিয়ে জাহাঙ্গীরের বক্তব্য, যাঁকে মানুষ টিকিট দেবার কথা বলবেন, তাঁকেই এই নির্দল পার্টির প্রার্থী করা হবে। 

Share this article
click me!

Latest Videos

মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC