করোনায় আক্রান্ত মমতার ২ নিরাপত্তারক্ষী, নন্দীগ্রাম ইস্যুতে কমিশনের কাছে সময় চাইলেন মুখ্যসচিব

  • মুখ্য়মন্ত্রী দুই নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন 
  • তাই নন্দীগ্রাম ইস্যুর তদন্তে আরও কিছুটা সময় লাগবে 
  • কমিশনের কাছে মুখ্যসচিব-ডিজি এই মর্মে সময় চেয়েছেন 
  • ওদিকে রাজ্যে আগামী সপ্তাহেই আসছে কমিশনের ফুলবেঞ্চ 

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দুই নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনার তদন্তে আরও কিছুটা সময় লাগবে। নির্বাচন কমিশনের কাছে রাজ্য়ের মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায় এবং রাজ্য পুলিশের ডিজি নীরজনয়ন পান্ডে এই মর্মে সময় চেয়েছেন। 


সেদিনের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা-বলয়ে গাফিলতির তদন্তে ওই দুই রক্ষীর সঙ্গে কথা বলাও জরুরি। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দুই নিরাপত্তারক্ষী সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব নয়। এরফলে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সাসপেন্ড করলেও তিনি ছাড়া নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের ভূমিকা নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না। ওদিকে রাজ্যে আবার আগামী সপ্তাহেই আসছে কমিশনের ফুলবেঞ্চ। এই সফরে উত্তরবঙ্গে আসবে কমিশনের ফুলবেঞ্চ।  সূত্রের খবর, প্রাক নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার অসম থেকে শিলিগুড়িতে আশার সম্ভাবনা রয়েছে কমিশনের ফুলবেঞ্চের।  তবে এদফার  রাজ্য সফরে প্রশাসনের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের সুযোগ নেই তাঁদের।

Latest Videos

এদিকে রাজ্য়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ।স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় মোট মৃতের সংখ্যা  ১০,২৯৮ জন ছাড়িয়েছে। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা পার করেছে ১৩০,৭৮৩ জন। পাশাপাশি সম্প্রতি কলকাতায়  বিদেশি স্ট্রেনে করোনা আক্রান্তের সংখ্য়াও বেড়েছে।  ব্রিটেন স্ট্রেনে কোভিড আক্রান্তর সঙ্গে সামিল হয়েছে  করোনার দক্ষিণ আফ্রিকা স্ট্রেনও। এনিয়ে চিন্তায় চিকিৎসকেরা।  

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু অধিকারী
Baghajatin Update : বাঘাযতীনে বেআইনি নির্মাণ ঘিরে তুঙ্গে তরজা! প্রতিবাদে বামেরা | CPIM Protest
কি অভিযোগ? হঠাৎ বিধাননগর থানায় ঢুকে পড়লেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Bidhannagar