আজ OLA-UBER ধর্মঘট, সপ্তাহের শুরুতেই ক্যাব-ট্যাক্সি আকালের আশঙ্কায় চরম ভোগান্তি

Published : Mar 15, 2021, 10:32 AM ISTUpdated : Mar 15, 2021, 10:33 AM IST
আজ OLA-UBER ধর্মঘট, সপ্তাহের শুরুতেই ক্যাব-ট্যাক্সি আকালের আশঙ্কায় চরম ভোগান্তি

সংক্ষিপ্ত

সোমবার ভোগান্তির আশঙ্কা যাত্রীদের   জ্বালানীর মূল্য বৃদ্ধিতেও বাড়িনি কমিশন  একাধিক  দাবিতে ধর্মঘট অ্যাপ ক্যাব চালকদের তাই শহরে ক্যাব-ট্য়াক্সি অভাবের আশঙ্কা 

সোমবার ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। লাগাতার জ্বালানীর মূল্য বৃদ্ধি সত্বেও বাড়েনি কমিশন। তাই কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে অ্যাপ ক্যাব চালকদের ২ টি পৃথক সংগঠন। সপ্তাহের শুরুতেই তাই শহরে ক্যাব-ট্য়াক্সি অভাবের আশঙ্কা।

অ্যাপ ক্যাব চালকদের সংগঠনের দাবি দিনের পর দিন জ্বালানীর মূল্য়বৃদ্ধিতে রোজগার কমেছে। কারণ গরম পড়ায় এসি চালাতে হচ্ছে, ফলে সমস্যা বেড়েছে। এদিকে লাগাতার জ্বালানীর মূল্য বৃদ্ধি সত্বেও বাড়িনি কমিশন। তাই কমিশন বৃদ্ধি সহ একাধিকা দাবিতে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে অ্যাপ ক্যাব চালকদের ২ টি পৃথক সংগঠন। এরমধ্য়ে অনলাইন অ্যাপ ক্য়াব অপারেটর্স গিল্ডের সদস্যরা রাসবিহারীর মোড়ের কাছে একটি অ্যাপ ক্যাব সংস্থার অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। আবার অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অনুমোদিত সংগঠন কলকাতা অ্য়াপ ক্যাব অপারেটর্স ফোরামের সদস্যরা মধ্য কলকাতায় পরিবহণ ভবনের সামনে ধরণায় বসবেন। এজন্য সকাল থেকেই শহরের অ্যাপ ক্যাব এবং ট্য়াক্সি অভাবের আশঙ্কা থেকেই যাচ্ছে। যার জেরে সোমবার যাত্রীদের চরম ভোগান্তি হতে পারে ।

তাঁরা আরও দাবি জানিয়েছে যে, তেলের দাম কমাতে হবে। কোম্পানির কমিশন কমাতে হবে। ,সেই সঙ্গে চালকদের উৎসাহ ভাত বা ইনসেনটিভ বাড়াতে হবে। যাত্রী তোলার জন্য নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। ২ কিমির মধ্য়ে যাত্রী তুলতে হবে। বিনা কারণে কোনও চালকের আইডি বন্ধ করা যাবে না। বন্ধ আইডি খুলে দিতে হবে।

 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না