'আমি রক্ত ঝরানোর বিরুদ্ধে', শুভেন্দুর সভা ঘিরে রক্তাক্ত নন্দীগ্রাম ইস্যুতে সাফাই পার্থর

Published : Mar 18, 2021, 06:02 PM ISTUpdated : Mar 18, 2021, 06:19 PM IST
'আমি রক্ত ঝরানোর বিরুদ্ধে',  শুভেন্দুর সভা ঘিরে রক্তাক্ত নন্দীগ্রাম ইস্যুতে সাফাই পার্থর

সংক্ষিপ্ত

' আমি কোন ব্যক্তির বিরুদ্ধে লড়াই করি না'   'বলব কোনওরকম প্ররোচনায় পা দেবেন না 'কটাক্ষ করলেই পায়ের তলার মাটি সরে যাবে'   'আমি রক্ত ঝরানোর বিরুদ্ধে'-বার্তা পার্থর


'আমি রক্ত ঝরানোর বিরুদ্ধে',শুভেন্দুর নির্বাচনী প্রচারে রক্তাক্ত নন্দীগ্রাম প্রসঙ্গে বার্তা পার্থর।  ' আমি কোন ব্যক্তির বিরুদ্ধে লড়াই করি না', বৃহস্পতিবার বেহালা পশ্চিমে প্রচারে এসে এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায়।

' আমি কোন ব্যক্তির বিরুদ্ধে লড়াই করি না'

 তিনি এখানে এসে বলেন,' আমি কোন ব্যক্তির বিরুদ্ধে লড়াই করি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে বেহালার সার্বিক উন্নয়ন বাংলার সার্বিক উন্নয়ন নিয়ে লড়াই করি.  চারবার মানুষ আমাকে সমর্থন করেছেন। বেহালার যা উন্নয়ন হয়েছে বাংলার উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে আমি মানুষের দুয়ারে গিয়ে এই বার্তাই তুলে ধরছি।  বিরোধীদলের কে পার্থী হল সেটা বড় কথা নয়। বড় কথা হল আমরা কী ভাবে মানুষের কাছে পৌঁছেছি।  সারা বছর ধরে আমরা কি কাজ করেছি'।

 'আমি রক্ত ঝরানোর বিরুদ্ধে'-নন্দীগ্রাম ইস্যু

 নন্দীগ্রামে নির্বাচনে প্রথমবার রক্ত ঝরল এই নিয়ে বললেন, 'আমি রক্ত ঝরানোর বিরুদ্ধে। এক ঝাঁক নেতা দিল্লি থেকে এসে এখানে যেভাবে কথা বলছে এবং সেই কথা শুনে অনুপ্রাণিত হয়ে আরও অনেক বিজেপি কর্মীরা ও নেতারা যেভাবে কথা বলছে সেরকম সংস্কৃতি বাংলায় কখনও ছিল না।  আমি আমাদের সহ কর্মীদের বলব কোনওরকম প্ররোচনায় পা দেবেন না। শান্তি সম্প্রীতি ঐক্যের মধ্য দিয়ে কাজকর্ম চালিয়ে যান।'

 নরেন্দ্র মোদি বলেছে টিএমসি মানে 'ট্রান্সফার মাই কমিশন'

 এ প্রসঙ্গে পার্থ বললেন, যতই কটাক্ষ করবেন ততই পায়ের তলার মাটি সরে যাবে। আকাশে উড়ে আসছেন আবার আকাশ এই চলে যাচ্ছে। মাটির সাথে কোন যোগাযোগ নেই. থাকলে বুঝতে পারতেন মাটি কতটা নড়বড়ে।  নরেন্দ্র মোদিকে যা স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন তাই উনি বলছেন কারণ উনি নিজে থেকে বাংলা বলতে পারেন না
 

PREV
click me!

Recommended Stories

Mithun Chakraborty: 'আমরাও খেলব আর ঠিক সময়ে পেনাল্টিতে বল বসিয়ে গোল দেব!' বিস্ফোরক মিঠুন
তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে অ্যাকশনে শুভেন্দু, ভোটের মুখে নিলেন বড় পদক্ষেপ