' বাংলায় ভাইপো সার্ভিস ট্যাক্স চালু করেছেন দিদি ', কোচবিহারে বিস্ফোরক মোদী

  • ' ৪ কোটির বেশি পরিবারকে জল পরিষেবা দিয়েছে বিজেপি'
  • 'এদিকে বাংলায় পাঠানো টাকা পৌছোনি মানুষের কাছে'
  •  আর 'ভাইপো সার্ভিস ট্যাক্স আপনি চালু করেছেন  বাংলায়'
  • ভোটের দিনে ফের মোদীর নিশানায় মমতা-অভিষেক 
     


রাজ্য়ে তৃতীয় দফার ভোটের দিনে ফের মোদীর নিশানায় মমতা-অভিষেক। মঙ্গলবার তৃতীয়দফা ভোটের দিনেই কোচবিহারের সভা থেকে মোদী বললেন, বাংলায় আপনি নতুন একটি ট্যাক্স চালু করেছেন। তা হল, ভাইপো সার্ভিস ট্যাক্স।' এদিন নাম না করেই তৃণমূলের যুবরাজকে অভিষেককে ফের নিশানা করেছেন মোদী।

আরও পড়ুন, ভোট যেনও উৎসব, তৃতীয় দফায় সবাইকে পেট পুরে লুচি-আলুরদম, একসঙ্গে রান্নায় মাতল TMC-BJP 

Latest Videos

 

 


এদিন কোচবিহারে এসে  পানীয় জল যে বাংলার বড় সমস্যা আর এজন্য  তৃণমূল সরকারকেই দায়ী করেছেন মোদী। এদিন তিনি বলেছেন, 'বাংলার মানুষ এখনও জল কষ্টের শিকার। আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করব।এখনও পর্যন্ত ৪ কোটিরও বেশি পরিবারের নলের সাহায্যে পরিশুদ্ধ জলের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এই পর্যন্ত সারাদেশে ৪ কোটির অধিক পরিবার কলের মাধ্যমে জলের পরিষেবা দেওয়া হয়েছে।কিন্তু পশ্চিমবাংলায় কলের মাধ্যমে জল পৌঁছানোর জন্য যে টাকা পাঠানো হয়েছিল, সেটাও দিদি নিজের কাছে রেখে দিয়েছেন।' তিনি এদিন আরও বলেছেন, '১০ বছর ধরে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে অনেক অন্যায় হয়েছে। এখানকার মা-বোনেদের চোখের জল পড়েছে। উত্তরবঙ্গের আদিবাসীরা, চা বাগানের শ্রমিকরাও বঞ্চিত হয়েছে। দিদি শুধু  দেখে গিয়েছেন। কিন্তু কিছুই উন্নয়ন করেননি।'

 

আরও পড়ুন, তারকেশ্বরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান 

 

 

অপরদিকে, তাই এদিন ফের মোদী কোচবিহার তথা রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন,' ২ মে আপনারা বিজেপি সরকার তৈরি করুন। বাংলায় ডবল ইঞ্জিন সরকার আনুন। উত্তরবঙ্গের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বিজেপি সরকার।'

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari