করোনার বড় থাবা পুলিশ মহলে, আক্রান্ত হয়ে আইসোলেশনে পুলিশ সুপার সহ পরিবার

Published : Apr 23, 2021, 12:37 PM ISTUpdated : Jun 01, 2021, 03:43 PM IST
করোনার বড় থাবা পুলিশ মহলে,  আক্রান্ত হয়ে আইসোলেশনে পুলিশ সুপার সহ পরিবার

সংক্ষিপ্ত

ভোটের মুখে করোনার বড়ো  থাবা পুলিশ মহলে   আক্রান্ত হয়ে আইসোলেশনে পুলিশ সুপার পরিবার জঙ্গিপুরে পুলিশ সুপারের দায়িত্বে সূর্যপ্রতাপ যাদব  উল্লেখ্য, ইতিমধ্যেই করোনায় ২ প্রার্থীর মৃত্যু হয়েছে

মুর্শিদাবাদে সপ্তম দফার ভোটের মুখে করোনার বড়োসড়ো থাবা পুলিশ মহলে। নবগঠিত জেলার উত্তর প্রান্ত নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার জেলা সুপার ওয়াই রঘুবংশী করোনায় আক্রান্ত হওয়ার জেরে তাঁকে সহ সপরিবারে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, রাজ্য়ে ভয়াবহ কোভিডের মাঝে বাকি ২ দফা ভোট, আজই জরুরী বৈঠকে কমিশনের ফুলবেঞ্চ 

 

 

করোনার দ্বিতীয় ঢেওয়ের ঘেরাটোপে ভোটের মুখে মুর্শিদাবাদ। আক্রান্ত পুলিশ সুপারকে সপরিবারে পাঠানো হল আইসোলেশনে। বৃহস্পতিবার এই ঘটনায় তার স্থলাভিষিক্ত হিসেবে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্ব ভার গ্রহণ করলেন  সূর্যপ্রতাপ যাদব। তিনি বিধাননগর পুলিস কমিশনারেটের ডিসি (সদর) পদে ছিলেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় ২৪ ঘণ্টায় ২৫৭০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যদপ্তরের কয়েকজন কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুও হয়েছে।  প্রসঙ্গত, এবার ভোটের মাঝেই রাজ্যের একাধিক প্রার্থীও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আরও মর্মান্তিক খবর এটাই যে, করোনায় প্রাণও হারিয়েছেন একুশের নির্বাচনের দুই প্রার্থী। উল্লেখ্য, ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামসেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রেজাউল হকের।  আর তারপরেই মৃত্যু হয় আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

 

আরও পড়ুন, শ্মশানে 'মৃত বৃদ্ধার শরীরে প্রাণের স্পন্দন', দেহ গেল হাসপাতালে  

 

 

অপরদিকে,  বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্ত ১১ হাজার ৯৪৮।  জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুও হচ্ছে। সচেতনতা বড় রক্ষা কবচ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিস্থিতি যাতে কোনো মতেই আয়ত্তের বাইরে না বেরিয়ে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।'

PREV
click me!

Recommended Stories

রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন
উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া