ভোট পরবর্তী হিংসা, রাজ্যপালের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রকের ৪ সদস্যদের প্রতিনিধি দলের

Published : May 07, 2021, 01:49 PM IST
ভোট পরবর্তী হিংসা, রাজ্যপালের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রকের ৪ সদস্যদের প্রতিনিধি দলের

সংক্ষিপ্ত

  ভোট পরবর্তী সন্ত্রাস দেখতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল  চার সদস্যদের প্রতিনিধি দল আজ রাজভবনে  দীর্ঘ সময় বৈঠক রাজ্যপালের সঙ্গে   

রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে আসা স্বারাষ্ট্র মন্ত্রকের চার সদস্যের প্রতিনিধি দল শুক্রবার দেখা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে। রাজভবন সূত্রের খবর এদিন দীর্ঘ সময় তাঁরা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।  গতকালই দিল্লি থেকে এসেছেন প্রতিনিধি দলের চার সদস্য। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহন। রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক করে। সূত্রের খবর স্বরাষ্ট্রল মন্ত্রক রাজ্য সরকারকেও রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদ পাঠাতে বলেছে। গত ৬ মে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যেপালকেও বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট পাঠাতে বলেছে। 

ভোট পরবর্তী বাংলায় হিংসার পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির অভিযোগ ইতিমধ্যেই তাদের  বেশ কয়েকজন দলীয় কর্মী ভোট পরবর্তী সন্ত্রাসের বলি হয়েছেন। প্রবল সন্ত্রাসের কারণে বহু দলীয় কর্মী ঘরছাড়া। অন্যদিকে একই অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। যেখানে অভিযোগের মূল অঙুলই উঠেছে রাজ্যের প্রধান ও একমাত্র বিরোধী দল বিজেপির বিরুদ্ধে।  এররূপ অগ্নিগর্ভ পরিস্থিতিতেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার প্রতিনিধি দলের সদস্যরা মেদিনীপুরে গিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। তাঁদের গাড়িতে ভাঙচুর চালান হয় বলেও দাবি করেছেন তাঁরা যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর