বাংলা জয়ে তফসিলি-আশীর্বাদে ভরসা বিজেপির, ২০১৯-এর ভোট শেয়ারিং-এ সামনে আসছে এই ছবি

পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার ২৩%  রাজবংশী, মতুয়া, বাউরিদের মতো তফসিলি জাতির লোকজন এর বাইরে উত্তরে চা বাগানের শ্রমিক, পশ্চিমে জঙ্গলমহলের আদিবাসীরা রয়েছেন

গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির ১৮টা আসনে জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিল তফসিলি-আশীর্বাদ। সেই ভোটব্যাঙ্ক আরও মজবুত করার জন্য এবার কোমর বেঁধে ময়দানে নেমেছেন বিজেপি নেতৃত্ব। দলের এক রাজ্য নেতার কথায়, ‘২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফল দুটো বিষয়ের উপরে নির্ভর করছে এক, তফসিলি জাতি-জনজাতির ভোট কতটা বিজেপি টানতে পারল দুই, মুসলিম ভোট কতটা বাম-কংগ্রেস-আইএসএফ জোটের দিকে গেল এই দুটো শক্তি পূর্ণমাত্রায় কাজ করলেই তৃণমূলের ভোটব্যাঙ্ক রোখা যাবে

\"

Latest Videos

পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার ২৩%  রাজবংশী, মতুয়া, বাউরিদের মতো তফসিলি জাতির লোকজন এর বাইরে উত্তরে চা বাগানের শ্রমিক, পশ্চিমে জঙ্গলমহলের আদিবাসীরা রয়েছেন সব মিলিয়ে প্রায় ২৭ শতাংশ দলিত ভোটার আসনের হিসাবে তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৬৮টি আসন, তফসিলি জনজাতির জন্য ১৬টি। মোট ৮৪টি আসনের ভাগ্য নির্ধারণ করেন দলিত ভোটাররা। বামেদের দখলে থাকা এই ভোট ২০১১ সালে তৃণমূলের পক্ষে চলে আসে। সেই সমর্থন ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও কায়েম ছিল জোড়াফুলেকিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে এই শ্রেণির একটা বড় অংশের সমর্থন পায় বিজেপি।

তফসিলি জাতির ভোটশেয়ার-২০১৬ বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে তফসিলি জাতি (এসসি) সংরক্ষিত আসন রয়েছে ৬৮টি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৬৮টি আসনের মধ্যে ৪৯টিতে জিতেছিল তৃণমূল বিজেপি একটাতেও জিততে পারেনি তবে, সব মিলিয়ে ৯.৯৩ শতাংশ ভোট পেয়েছিল তারা বাম আর কংগ্রেস জোট ১৯টি আসন পেয়েছিল 

তফসিলি জাতির ভোটশেয়ার-২০১৯ লোকসভা নির্বাচন

২০১৯-এর লোকসভা ভোটে এক লাফে বিজেপির ভোটশেয়ার বেড়ে হয় ৪৪.৭০ শতাংশ তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৩.৯৮ শতাংশের থেকেও বেশি ভোট পায় তারা তবে, বিজেপি প্রার্থী এসসি সংরক্ষিত ৩৩টি কেন্দ্রে লিড পেয়েছিলেন, যেখানে তৃণমূল লিড পায় ৩৪টিতে এই আসনগুলিতে বামফ্রন্টের ভোটশেয়ার হতাশাজনক ভাবে কমে যায় মাত্র ৬.১০ শতাংশ ভোট পায় তারা কংগ্রেস ৩.২৫ শতাংশ ভোট পেয়ে একটি আসনে লিড দিয়েছিল

তফসিলি জনজাতির ভোটশেয়ার-২০১৬ বিধানসভা নির্বাচন

একই ভাবে ২০১৬ বিধানসভা নির্বাচনে তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত আসনে ভাল ভোটশেয়ার ছিল তৃণমূলের মোট ১৬টি আসনের মধ্যে ১৩টি পায় তারা বাম-কংগ্রেস জোট পায় ২টি এবং বিজেপি ১টি

তফসিলি জনজাতির ভোটশেয়ার-২০১৯ লোকসভা নির্বাচন

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি অনেকটা এগিয়ে যায় মোট ৪৮.৪৩ শতাংশ ভোট পেয়ে ১৩টি আসনে লিড করে বিজেপি ৩৮.২৪ শতাংশ ভোট নিয়ে তৃণমূল সেখানে লিড করেছে মাত্র তিনটি আসনে বামেদের ভোটশেয়ার ছিল ৫.১১, কংগ্রেসের ৪.৫২

অর্থাৎ সর্বশেষ ভোটের হিসাব অনুযায়ী তফসিলি জাতি-জনজাতি এখন পছন্দ করছে বিজেপিকে অন্য দিক দিয়ে বললে, পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গে তৃণমূলের যে বিপর্যয় তার অন্যতম কারণ তফসিলি জাতি ও জনজাতির ভোট না পাওয়া তৃণমূলের পরামর্শদাতা হিসাবে দায়িত্ব নেওয়ার পরে এই অংশে জমি হারানোর বিষয়টি বিশেষ ভাবে চিহ্নিত করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর এরপরেই এই সম্প্রদায়ের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা করে মমতার সরকার মতুয়াদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করে তার জন্য ১০ কোটি টাকা মঞ্জুর করেছেন মমতা পাশাপাশি বাগদি, বাউরি-দুলে এবং মাঝিদের জন্যও আলাদা আলাদা উন্নয়ন পর্ষদ তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি হরিচাঁদ-গুরুচাঁদ কমিউনিটি কেন্দ্রের জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছেন।  বাগদি-বাউরি-দুলে সম্প্রদায়ের এক জন করে বিশিষ্ট ব্যক্তির নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ, কীর্তন অ্যাকাডেমি গঠনের মতো প্রতিশ্রুতি দিয়ে এই সম্প্রদায়গুলিকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন মমতা পাশাপাশি দলের এই শাখায় নেতা ও মুখ বদল করা হয়েছে এমনকী জনসংযোগের লক্ষে ভোটের আগে আগে বাছাই করা ১২৩টি বিধানসভা কেন্দ্রে গণভোজেরও আয়োজন করে তৃণমূল রাজ্যে ৬৮টি বিধানসভা কেন্দ্রের আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত হলেও এই ক্যাটেগরিতে তৃণমূলের প্রার্থী এবার ৭৯ জন ১৭ মার্চ তৃণমূল যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে, তাতে ন্যূনতম আয় সুনিশ্চিত প্রকল্পে জেনারেল ক্যাটেগরির মহিলাদের হাতে যেখানে মাসে ৫০০ টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে তফসিলি জাতি-উপজাতি এবং দলিত মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে মাহাতোদের এসসি ক্যাটেগরিতে ঢোকানোর জন্য কেন্দ্রে চিঠি পাঠিয়েছেন মমতা রাজ্য পুলিশে আলাদা করে নারায়ণী ব্যাটেলিয়ন, গোর্খা ব্যাটেলিয়ন ও জঙ্গলমহল ব্যাটেলিয়ন গড়ার ঘোষণা করেছেন, যেখানে সংশ্লিষ্ট এলাকার যুবকেরা কাজে অগ্রাধিকার পাবেন পাহাড়ে গোর্খা ভোটের জন্য ইতিমধ্যে বিমল গুরুংকে দলে টেনেছে তৃণমূল

বিজেপিও লোকসভা ভোটের সমর্থন ধরে রাখতে জোর চেষ্টা চালাচ্ছে। এবারের বাজেটে চা বাগানের মহিলা শ্রমিক ও শিশুদের উন্নয়ন প্রকল্পে ১০০০ কোটি টাকার একটা ফান্ড রেখেছে বিজেপির কেন্দ্রীয় সরকার রাজবংশী ভোট ঝুলিতে পুরতে সাংসদ নিশীথ প্রামাণিককে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে ফের দাঁড় করানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, প্যারামিলিটারি বাহিনীতে নারায়ণী আর্মি ব্যাটেলিয়ন তৈরি করা হবে যেখানে রাজবংশী যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে  একই কারণে মতুয়া ভোট এককাট্টা করার চেষ্টা চলছে দ্রুত সিএএ লাগু করে বাংলাদেশের উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে বলে আশ্বাস দিচ্ছে বিজেপি ৫০তম স্বাধীনতা বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশে গিয়ে মতুয়াদের তীর্থক্ষেত্র ওড়াকান্দি পরিদর্শন করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু মতুয়া, রাজবংশী নয়, অন্য তফসিলি সম্প্রদায়ের লোকজনও যাতে বিজেপিকে ভোট দেয়, তার সর্বান্তকরণ চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব সম্প্রতি দলিত প্রসঙ্গে বিরূপ মন্তব্যের জন্য আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের গ্রেফতারির দাবিতে জায়গায়-জায়গায় ধর্না বিক্ষোভ করেছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে ভোটপ্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘ দলের লোকেরা যখন তফসিলিদের ভিখারি বলছেন এবং তারপরেও দিদির যখন কোনও অনুশোচনা নেই, ক্ষমাও চাননি, তাহলে এটাই বুঝতে হবে যে দিদির নির্দেশেই এ কথা বলেছেনমোদীর মতে, ‘দিদি আর তার দলের লোকেরা তফসিলিদের ভয় পায় কারণ ওই সম্প্রদায়ের মানুষেরা বিজেপিকে সমর্থন করে

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু