আজই BJP-তে যোগ দিচ্ছেন শিশির অধিকারী, এগরায় শাহ-র সভায় তুলবেন দলীয় পতাকা

  • রবিবার বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী 
  •  কাঁথিতে  অমিত  শাহ-র সভায় উপস্থিত থাকবেন শিশির
  • দিব্যুন্দুরও বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা
  • শাহকে হেলিপ্য়াডে স্বাগত জানাবেন তমলুকের সাংসদ 

Asianet News Bangla | Published : Mar 21, 2021 4:08 AM IST / Updated: Mar 21 2021, 09:40 AM IST


রবিবার বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। এদিকে ইতিমধ্য়েই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা পূর্ব মেদিনীপুরের এগরায়। শাহকে হেলিপ্য়াডে স্বাগত জানাবেন তমলুকের সাংসদ।এমনটাই জানালেন শিশিরপুত্র তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। 

 

 

বহু জল্পনা শেষে রবিবার শুভেন্দুর বাবা বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। শিশির অধিকারী বিজেপিতে যোগদান করলে পরিবারে পুরো পদ্ম ফুটতে শুধু একজন এই মুহূর্তে বাকি থাকবে। তিনি হলেন  শিশিরপুত্র তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তবে এবার দিব্যুন্দুর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। জল্পনা আরও জোরাল করলেন দিব্যেন্দু নিজেই। এদিকে কাঁথিতে শাহ-র সভায় উপস্থিত থাকার জন্য আগেই নিমন্ত্রনপত্র পাঠিয়েছিল বিজেপি। শনিবার দুপুরে শান্তিকুঞ্জে শিশির অধিকারীর হাতে আমন্ত্রপত্র তুলে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।


অপরদিকে, মোদীর শেষ সভা কাঁথিতে শুভেন্দুর বাবা শিশির অধিকারীর উপস্থিতি নিয়ে এতদিন ধরে চলছিল জল্পনা। ইতিমধ্যেই মোদীর সভায় আসার জন্য নিমন্ত্রণ পত্রও শিশির অধিকারীর বাড়িতে দিয়ে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। তবে সব জল্পনা ধুয়ে ফেলে আগামী ২৪ মার্চ মোদীর সভায় থাকছেন শিশির অধিকারী। 

Share this article
click me!