জল্পনাই হল সত্যি, শুভেন্দুর পাশে কেন্দ্র, এবার জেট ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হল নেতাকে

Published : Dec 18, 2020, 01:20 PM ISTUpdated : Dec 19, 2020, 10:53 AM IST
জল্পনাই হল সত্যি, শুভেন্দুর পাশে কেন্দ্র, এবার জেট ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হল নেতাকে

সংক্ষিপ্ত

শনিবারই মেদিনীপুরে শাহী সভা তার ২৪ ঘণ্টা আগে জেট সিকিউরিতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে শুভেন্দুকে নিরাপত্তা শনিবার বিজেপি-তে যোগদান 

শনিবারই মেদিনীপুরে শাহী সভা। দিলীপ ঘোষের কথায় বিপুল এই জনসভা সকলকে তাক লাগিয়ে দেবে। হাজার হাজার মানুষের ঢল নামবে রাস্তায়। শনিবারের বিজেপি সভা নিয়ে আশাবাদী দিপীল ঘোষ। সেই সভাতেই বিজেপিতে যোগদান করবেন শুবেন্দু অধিকরী। তার ঠিক ২৪ ঘণ্টা আগে জেট ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। এই জল্পনাই ছিল তুঙ্গে। কানাঘুষো খবর শোনা গিয়েছিল কেন্দ্রের সুরক্ষা নিয়ে। শুক্রবার ঠিক তেমনটাই ঘটে। 

বর্তমানে মেদিনীপুরের কলেজ ময়দানে প্রস্তুতি তুঙ্গে। শনিবার দুপুর ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত চলবে সভা। এই বৈঠক আগামী ভোটের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন লকেট চট্টোপপাধ্যায়। তাই তার আগে কোনও ঝুঁকি নিতে নারাজ সকেন্দ্র। তাই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকেই এই সুরক্ষা দেওয়া হয় শুভেন্দুকে। 

বিজেপির লক্ষ্য শুভেন্দুর হাত ধরেই এই দিন এক বিপুল সংখ্যক মানুষ বিজেপিতে ঝুঁকতে পারেন। শুভেন্দুর বিজেপিতে যোগদান ঠিক তকটা প্রভাব ফেলবে তাঁর এক ইঙ্গিত মিলতে পারে শনিবারই। সদ্য তৃণমূল ছেড়েছেন শুভেন্দু। তাই গোষ্ঠী দন্দ বা হামলা রুখতেই এই তৎপরতা। ফলে সুরক্ষা বাড়ানো হল শুভেন্দুর। 

PREV
click me!

Recommended Stories

পরকীয়ার বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে
Samik Bhattacharya: মোদীর ভার্চুয়াল বক্তব্য ঘিরে বড় ইঙ্গিত শমীকের! দেখুন কী বলছেন তিনি