দিলীপ ঘোষ ও মুকুল রায়ের সঙ্গে দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক, কিন্তু কেন

  • একই সঙ্গে ডেকে পাঠান হয়েছে দিল্লিতে 
  • মুকুল রায়ের সঙ্গে ডেকে পাঠন হয়েছে দিলীপ ঘোষকেও
  • শুক্রবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক
  • দুজনেই পৌঁছে গেছেন দিল্লিতে 

মঙ্গলবার গিয়ে বুধবারই ফিরেছিলেন দিল্লি থেকে। আর পর একদিন যেতে না যেতেই আবারও দিল্লিতে ডেকে পাঠান হল বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে। সঙ্গে ডেকে পাঠান হয়েছে বিজেপি নেতা মুকুল রায় ও রাজ্যের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। শুক্রবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রাজ্যের তিন নেতার। কেন্দ্রীয় নেতৃত্বের তলব পেয়েই বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছে গেছেন মুকুল রায়। এদিন সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন দিলীপ ঘোষ ও অমিতাভ চক্রবর্তী। তবে ওই বৈঠকে রাজ্য বিজেপির পর্যবেক্ষণ কৈলাস বিজয়বর্গীয়সব বাকি নেতারা যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়। 


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। তাই ভোট প্রস্তুতিতে কোনও রকম খামতি দেখতে রাজি নন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলা জয়ের লক্ষ্যে রাজ্য বিজেপি নেতৃত্ব যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন সেদিকেই মূল নজর কেন্দ্রীয় নেতৃত্বের। আর সেই কারণে দফায় দফায় বৈঠক হচ্ছে বলেও বিজেপি সূত্রের খবর। সূত্রের খবর, বিজেপি নেতা অমিত শাহ সবরকম দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন রাজ্যের সব নেতাদের। সূত্রের খবর, কিছু কিছু ক্ষেত্রে তা হচ্ছে না দেখেই রাজ্যের তিন নেতাকে সতর্ক করার জন্য ডেকে পাঠান হয়েছে দিল্লিতে। যদিও দিলীপ ঘোষ বলেছেন এটা রুটিন বৈঠক। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্যই ডেকে পাঠান হয়েছে তাঁদের। 

Latest Videos

তবে কেন বিজেপি রাজ্যস্তরের তিন নেতাকে ডেকে পাঠান হয়েছে তা  এখনও স্পষ্ট নয় রাজ্য নেতৃত্বের কাছে। অনেকেই মনে করছেন অমিত শাহর বঙ্গ সফর নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই দিলীপ ঘোষ আর মুকুল রায়কে একসঙ্গে ডেকে পাঠান হয়েছে। অমিত শাহ ৩০ ও ৩১ জানুয়ারি আবারও বঙ্গ সফরে আসছেন। তবে এখনও পর্যন্ত সভাস্থল ঠিক ও সফরসূচি চূড়ান্ত হয়নি। অনেকেই আবার মনে করছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই রাজ্যে আরও একবার দলবদলের সম্ভবনা রয়েছে। আর সেই কারণে আদি বনাম নব্য বিজেপি সদস্যদের দ্বন্দ্বে রাশ টানতেই এই বৈঠক। 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু