- Home
- West Bengal
- West Bengal News
- খড়গপুর শহর কার? হিরণের দ্বিতীয় বিয়েতেই পুরনো রাজপাট ফিরে পাবেন দিলীপ ঘোষ
খড়গপুর শহর কার? হিরণের দ্বিতীয় বিয়েতেই পুরনো রাজপাট ফিরে পাবেন দিলীপ ঘোষ
বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ করেনি বিজেপি। বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়ে গেছে খড়গপুর শহর কার? বিজেপির অন্দরে খবর হিরণের দ্বিতীয় বিয়েতে দিলীপের ভাগ্যে খড়গপুরের শিকে ছিঁড়তে পারে।

খড়গপুর শহর কার?
বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়নি। প্রার্থী তালিকাও প্রকাশ করেনি বিজেপি। কিন্তু ইতিমধ্যেই বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়ে গেছে খড়গপুর শহর কার? অর্থাৎ বিজেপি কাকে প্রার্থী করবে খড়গপুর শহরে। আলোচনার দুটি কারণও রয়েছে।
প্রথম কারণ
অভিনেতা তথা সাংসদ হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে। সম্প্রতি বিয়ে করেছেব হিরণ চট্টোপাধ্যায়। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। সোশ্যাল মিডিয়া থেকে উত্তাল সংবাদ মাধ্যম। যা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। যদিও বিজেপির নেতারা বিষয়টিকে ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু বিজেপির অন্দরে জল্পনা হিরণে দ্বিতীয় বিয়ে ভালোভাবে নেয়নি বিজেপির রাজ্যের শীর্ষ নেতারা।
দ্বিতীয় কারণ
খড়গপুর শহর দিলীপ ঘোষের খাস তালুক। নিজের হাতের তালুর মতই চেনা। এই কেন্দ্র থেকে তিনি বিধায়কও হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁকে মেদিনীপুরে প্রার্থী করা হয়েছিল। সেখান থেকে জিতে তিনি সাংসদ হয়েছিলেন। তারপর গত লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়েছিল বর্ধমান-আসানসোল কেন্দ্রে। কিন্তু মন থেকে তা মেনে নিতে পারেননি। যদিও দিলীপ হেরে যান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে। তারপরই তিনি দল থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রেখেই চলছিলেন। বিজেপিতেও কোনঠাসা হয়ে পড়েন দিলীপ। যদিও বর্তমানে তিনি অনেকটাই সরব হয়েছেন। মোদীর মিটিং-এ ডাক না পেলেও অমিত শাহের মিটিং-এ তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু এখন তিনি আগের তুলনায় অনেকটাই সরব।
খড়গপুর নিয়ে টানাটানি
এই দুটি কারণে এখন থেকেই প্রশ্ন উঠছে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে কার? দিলীপ ঘনিষ্টদের আশা হিরণের দ্বিতীয় বিয়ের পর তাঁকে এই কেন্দ্রে আর প্রার্থী করবে না বিজেপি। সেক্ষেত্রে এই কেন্দ্র থেকে আবার ভোটে লড়তে পারেন দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষ সরাসরি কিছু না বললেও সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন।
সিদ্ধান্ত বিজেপি নেতাদের
দিলীপ ঘোষের অনুগামীরা চাইছে এই খড়গপুর সদর কেন্দ্র থেকে দিলীপকেই প্রার্থী করা হোক। সম্প্রতি খড়গপুরে যাতায়াত বাড়িয়েছেন দিলীপ। অন্যদিকে হিরণ কিছুটা হলেও কোনঠাসা। বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর যোগাযোগ কিছুটা হলেও কমেছে। দ্বিতীয় বিয়ের পর যা আলোচনা শুরু হয়েছে তাতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ আরও কমতে পারে বলেও আশঙ্কা। এই অবস্থায় ওয়াকিবহাল মহলের অনেকেরই ধারনা দিলীপের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে খড়গপুরের।

