নাড্ডার রথ যাত্রা নিয়ে তোলপাড় রাজ্য, মিলবে কি আদালতের অনুমতি, অপেক্ষায় সারা বাংলা

  • শনিবার মালদা আসছেন জেপি নাড্ডা 
  • এদিকে নাড্ডার রথযাত্রা ঘিরে সরগরম রাজ্য  
  • মিলবে কি আদালতের অনুমতি, অপেক্ষা বাংলা 
  • আদালতের শুনানি শনিবার বেলা ১১ টায় 
     

৬ ফেব্রুয়ারি শনিবার  ৩ ঘন্টার ঝটিকা সফরে মালদা আসছেন জেপি নাড্ডা। সকাল ১০ টা ৫০ নাগাদ মালদায় এসে পৌঁছাবেন তিনি। এদিকে নাড্ডার রথযাত্রা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। এ নিয়ে আদালতের শুনানি শনিবার বেলা ১১ টায়। মিলবে কি আদালতের অনুমতি, উত্তরের অপেক্ষায় সারা বাংলা। 

 

Latest Videos

 

আরও পড়ুন, শনিবার মালদা সফরে আসছেন নাড্ডা, কেন্দ্রীয় সভাপতির শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে, দেখুন ছবি 

প্রসঙ্গত, বিজেপির রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টে জন স্বার্থ মামলা রুজু হয়েছে। মামলাটি দায়ের করেছেন আইনজীবি রমাপ্রসাদ রায়। একদিকে রথযাত্রা করবে বলে দাবি রাজ্য বিজেপির। তৃণমূল এবং রাজ্য-পুলিশ বলছে শুধু জনসভার অনুমতি রয়েছে, রথযাত্রা অনুমতি নেই। তবে  রথযাত্রা ঘিরে জনস্বার্থ মামলার শুনানি শনিবার সকাল ১১টায়। যদিও এনিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বিজেপির দাবি, ইচ্ছে করে রাজ্য-প্রশাসন অনুমতি দিচ্ছে না।

আরও পড়ুন, কংগ্রেসের হাতে 'পদ্ম', পোস্টার ঘিরে ব্য়াপক বিতর্ক মুর্শিদাবাদে  

 

 

অপরদিকে, শুক্রবার এনিয়ে বিজেপিকে টুইটে তোপও দেগেছে তৃণমূল। তৃণমূলের অফিশিয়াল পেজে টুইট করে বলা হয়েছে, রাজ্য প্রশাসন রথযাত্রার অনুমতি দিতে অস্বীকার করেনি। বিজেপির দাবি সম্পূর্ণ মিথ্য়ে এবং ভিত্তিহীন। এমন অভিযোগের প্রমাণ ও যুক্তি দেখাক বিজেপি।' টুইটে আরও জানানো হয়েছে,বিজেপির রথযাত্রার অমুমতির জন্য মুখ্যসচিবের কাছে আবেদন পত্র জমা পড়ে। সেই আবেদনপত্রে রথযাত্রার রুট ম্যাপও উল্লেখ করেছিল বিজেপি। এরপর মুখ্যসচিবের তরফে জানানো হয়, স্থানীয় প্রশাসনই সেই অনুমতি দেবে। এরপরেই নদিয়ায় রথযাত্রার অনুমতি মিলেছে। যদিও কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলাটি এখনও বিচারাধীন। তাই ওই মামলা প্রসঙ্গে এখনই কিছু বলা সম্ভব নয়।'

Share this article
click me!

Latest Videos

'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'সময় এসেছে হিন্দুদের ক্ষমতা দেখানোর' ইউনূস ও মমতাকে একযোগে হুঁশিয়ারি শুভেন্দুর
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের