আগামী বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটকে পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। শনিবার হাওড়ার দাস নগরে আলামোহন দাস স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন বঙ্গ জননীর শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ বছরে কী কী পেল রাজ্যের মহিলারা, তা ঢালাও করে জানাতে হবে
এই অনুষ্ঠানে এসে বঙ্গ জননী সংগঠনের রাজ্য সভানেত্রী এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, 'গত বছরে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই সংগঠন তৈরি হয়। গত ১০ বছরে রাজ্য সরকার মহিলাদের জন্য অনেক কাজ করেছে। সেই কাজের প্রচার বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে জানাতে হবে।' তিনি দাবি করেন, 'এই রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে ও উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন। তাই মহিলারা যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, তেমনই মুখ্যমন্ত্রী ও তাদের সঙ্গে আছেন।'
'বিজেপি এলে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হবে'
তিনি দাবি করেন, গত দুটি বিধানসভার মতোই এবারেও তৃণমূল কংগ্রেস কেই তারা ভোট দেবেন।একইসঙ্গে তিনি বলেন,' বঙ্গ জননীর স্লোগান একটাই হবে, এই বিজেপি চাই না। মানুষকে বোঝাতে হবে বিজেপি এলে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হবে। মহিলাদের উপরে অত্যাচার বাড়বে। এই রাজ্যে আগুন জ্বলবে।