এবার ক্ষুদিরামের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন শাহ, কৃষকের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ

  •  এবার ক্ষুদিরামের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন শাহ
  •  ক্ষুদিরাম বসু-র বংশধরদেরও সংবর্ধনা দেবেন এবার তিনি 
  • মেদিনীপুর সফরে চাষীর বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন শাহ 
  •  মেদিনীপুর কলেজ মাঠে জনসমাবেশে হাজির হবেন অমিত শাহ  

 


শাহাজাহান আলি-পশ্চিম মেদিনীপুর:- অমিত শা-র বাঁকুড়াতে বীরসা মুন্ডার মুর্তিতে মালা দেওয়া নিয়ে বিতর্কের শেষ নেই ৷ তারপরের সফরে এবার শহীদ ক্ষুদিরাম বসুর জেলাতে এসে তাঁর মাসী বাড়িতে থাকা মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসুচী তাঁর ৷ সেই সঙ্গে ক্ষুদিরাম বসু-র পরিবারের কাকা-র বংশধরদের সংবর্ধনা দেবেন তিনি ৷ প্রস্তুতি শুরু হয়েছে ৷ ১৯ ডিসেম্বর মেদিনীপুর সফরে সমাবেশ ও চাষীর বাড়িতে মধ্যাহ্ণ ভোজনের পর্ব প্রস্তুতিও প্রায় শেষ দলের ৷ 

১৯ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে উপস্থিত হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি কেন্দ্রীয় নেতা অমিত শা ৷ ওই দিন বেলা ১২ টা নাগাদ মেদিনীপুর শহর সংলগ্ন আবাস এলাকাতে  সরকারি হেলিপ্যাডে তিনি নামবেন ৷ সেখান থেকে সড়ক পথে দুকিমি দুরে মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরাম বসুর মাসি বাড়িতে থাকা ক্ষশদিরামের মুর্তিতে মালা দেবেন তিনি ৷ সেখানে শ্রদ্ধা জানিয়ে ক্ষুদিরাম বসুর কাকা-র পরিবারের বংশধরের তিনজনকে সংবর্ধনা দেবেন তিনি ৷ এরপর সেই স্থানেই থাকা সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দেবেন ৷ পরে সেখান থেকে সড়ক পথে ১৪ কিমি দুরে থাকা শালবনীর কর্ণগড় এলাকাতে মহামায়া মন্দিরে পুজো  দেবেন  ৷ পুজোর পর্ব সেরে সেখান থেকে ফেরার রাস্তায় মন্দির থেকে তিন কিমি দুরে এক কৃষক পরিবারে মধ্যাহ্ণভোজন করবেন অমিত শা ৷  পরে সেই স্থান থেকে গাড়িতে করে সড়ক পথে তেরো কিমি দুরে থাকা মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ মাঠে জনসমাবেশে হাজির হবেন ৷ 

Latest Videos


 এই কর্মসুচী সফল করতে কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগের আধিকারিকরা বৃহস্পতিবার মেদিনীপুর শহরের প্রস্তাবিত সফর স্থানগুলি পরিদর্শন করে ফেলেছেন ৷ মেদিনীপুর কলেজ মাঠে সমাবেশ স্থল পরিদর্শন করে জেলা পুলিশের কর্তাদের সাথে বৈঠক করেছেন বেশ কয়েকঘন্টা ধরে ৷যেখানে ছিলেন বিজেপির পুরুলিয়ার সাংসদ জোতির্ময় সিং মাহাতো,জেলা বিজেপি সভাপতি ৷  সম্প্রতি নাড্ডার কনভয়ে হামলার কথা মাথায় রেখে জেলা পুলিশের কড়াকড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত সতর্ক থাকছে ৷ জেলা পুলিশের পক্ষ থেকে ওই দিন কোনো ফাঁক ফোকর না রাখতে প্রচুর পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাতিল করা হয়েছে বহু পুলিশ কর্মীর ছুটি ৷ 


তবে জেলা বিজেপির সভাপতি সমিত দাস বলেন, 'গতবার রাজ্য পুলিশের ওপরে ভরোসা করে আমরা আমাদের নেতৃত্ব হমলার শিকার হয়েছেন ৷ এবার আমরা তৈরী থাকব ৷ রাজ্য পুলিশের ওপরে ভরসা করি না আমরা ৷ এবার কেন্দ্রীয় বাহিনী যেমন সক্রিয় থাকবে তেমনি আমরা আমাদের দলের স্বেচ্ছাসেবী বাহিনীকেও তৈরী রাখবো ৷ কোথাও আক্রমন হলে প্রয়োজনীয় ব্যবস্থা ঠিক নেওয়া হবে ৷'

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today