বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরে প্রথমবার আসন জিতল বিজেপি, জেলার ফল ৩-৩

  • পদ্ম নয় বাংলায় বজায় ঘাস-ফুলের জয়
  • তৃতীয়বারের জন্য বাংলার মসনদে মমতা
  • দক্ষিণ দিনাজপুর জেলায় ৩টি আসন পেল টিএমসি
  • জেলায় প্রথমাবার খাতা খুলল বিজেপিও
     

এই প্রথম বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় জয় পেল বিজেপি। জেলার ছয়টি আসনের মধ্যে তিনটি বিজেপি ও বাকি তিনটি আসন নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। বালুরঘাট, তপন ও গঙ্গারামপুর এ তিনটি আসনে জয়ী হয়েছে বিজেপি। বাকি হরিরামপুর, কুমারগঞ্জ ও কুশমন্ডি এই তিনটি আসনে জয়লাভ করেছে তৃণমূল। গত বিধানসভায় দুটি আসনে আরএসপি ও একটিতে সিপিএম জয়ী হলেও এবার তাদের খালি হাতেই তাদের ছাড়তে হল গণনা কেন্দ্র। 

জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে সবথেকে  বেশি ব্যবধান ২৯ হাজার ৩৯ ভোটে জয়লভ করে তৃণমূলের প্রার্থী তোরাফ হোসেন মন্ডল। হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র জয়ী হয়েছেন ২২হাজার ৬৭১ ভোটে। কুশমন্ডিতে তৃণমূল প্রার্থী রেখা রায় ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হন। ফলে তৃণমূল প্রার্থী বিধানসভা ভোট অনুযায়ী যথেষ্ট বড় ব্যবধানেই জয় পেয়েছে তৃণমূল প্রার্থীরা। দলের ফলাফলে যথেষ্ট খুশি জেলা নেতৃত্ব।

Latest Videos

তবে তপনে তৃণমূল ও বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই চলে। অবশেষে তপনের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু মাত্র ১২০০ ভোটে হেরে গিয়েছেন। সেখানে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী বুধরাই টুডু। বালুরঘাটে প্রায় ১৩ হাজার ৪৩৬ ভোটে তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। অন্যদিকে, গঙ্গারামপুরে তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস দলবদলু বিজেপি প্রার্থী সত্যেন রায়ের কাছে ৪ হাজার ২৮০ ভোটে হেরে গিয়েছেন।

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি