প্রকাশ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা, তালিকায় স্থান কোন কোন টলিসেলেবদের

Published : Mar 05, 2021, 02:46 PM IST
প্রকাশ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা, তালিকায় স্থান কোন কোন টলিসেলেবদের

সংক্ষিপ্ত

নির্বাচনের মুখেই একের পর এক সেলেব  তৃণমূলে নাম লিখিয়েছেন একগুচ্ছ তারকা  শুক্রবার প্রকাশ্যে প্রার্থীর সম্পূর্ণ তালিকা  কোন কোন কেন্দ্রে টিকিট পেল সেলেবরা 

ভোটের আগেই একের পর এক সেলেব যোগ দিয়েছেন তৃণমূলে। দিদির ডাকে সারা দিয়ে এবার বিধান সভা নির্বাচনের ঠিক মুখেই একের পর এক সেলেব যোগ দিয়েছে তৃণমূলে। টলিউডের হয়ে অনেক লড়াই করেছেন দিদি, তৃণমূলের ঝাণ্ডা ধরে এমনটাই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ চক্রবর্তী- সায়ন্তিকারা। বাংলা নিজের মেয়েকেই চায়, দিদির জাকে সাড়া দিয়ে এই মুখেরা বরাবরই উপস্থিত থেকেছেন বিভিন্ন মঞ্চে। 

এবার কেবল অতিথি নয়, রীতিমত ভোট যুদ্ধে লাম লিখিয়েছেন ভুরি ভুরি তারকারা। তবে সকলকে টিকিট দেওয়া সম্ভবপর হয়নি। এমনটাও সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন তৃণমূল ভবণ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেল মুখ্যমন্ত্রী। সেই তালিকাতেই উঠে আসা সেলেবদের নামে স্থান পেলেন- 

ব্যারাকপুর- রাজ চক্রবর্তী
উত্তরপাড়া কেন্দ্রে কাঞ্চন মল্লিক 
বাঁকুড়া তৃণমূল প্রার্থী-  সায়ন্তিকা বন্দ্যোাধ্যায়
রাজারহাট গোপালপুর- অদিতি মুনসি
কৃষ্ণনগর উত্তর- কৌশানি মুখোপাধ্যায় 
চণ্ডিপুর- সোহম চক্রবর্তী 
আসানসোল দক্ষিণ- সায়নী ঘোষ 

এছাড়াও টিকিট পেয়েছেন জুন মালিয়া, চিরঞ্জিত চট্টোপাধ্যায় প্রমুখেরা। 

PREV
click me!

Recommended Stories

পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত নয়, স্বাভাবিকের উপরেই পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট
'২৬-এর নির্বাচনে বিজেপি গো-হারা হারবে' মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু