শাহ সফর ঘিরে বিক্ষোভে উত্তাল সোনাঝুরি, বিরোধিতায় জোড়াসাঁকোয় তৃণমূলের সদস্যরা

Published : Dec 20, 2020, 04:27 PM ISTUpdated : Dec 20, 2020, 04:40 PM IST
শাহ সফর ঘিরে বিক্ষোভে উত্তাল সোনাঝুরি, বিরোধিতায় জোড়াসাঁকোয় তৃণমূলের সদস্যরা

সংক্ষিপ্ত

শাহ সফর ঘিরে উত্তাল হল সোনাঝুরি।  বিরোধিতায় নামল বামপন্ত্রী সংগঠনের সদস্যরা  বিক্ষোভে জোড়াসাঁকোয় তৃণমূলের সদস্যরা শাহ সফরের দিনেই অনুব্রতর বঙ্গ ধ্বনী যাত্রা 

শাহ সফর ঘিরে উত্তাল সোনাঝুরি। রবিবার অমিত শাহের বোলপুর সফর ঘিরে বিক্ষোভে বামপন্ত্রী সংগঠনের সদস্যরা।  পাশাপাশি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সামনে অবস্থান-বিক্ষোভে তৃণমূলের সদস্যরা। উল্লেখ্য, শাহ সফরের দিনেই আবার অনুব্রত মন্ডলের বঙ্গ ধ্বনী যাত্রা। একই সময় একই অবস্থানে। 

 

 

বামপন্ত্রী সংগঠনের সদস্যদের অভিযোগ, 'যারা দেশে অশান্তি ছড়ায়, দাঙ্গা বাঁধায় তাঁদের এখানে আসার অনুমতি নেই'। অপরদিকে শান্তিনিকেতনে অমিত শাহের পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির অবস্থান নিয়ে পোস্টার-বিতর্ক। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সামনে টিএমসিপির অবস্থান-বিক্ষোভ। রবীন্দ্র সঙ্গীত ও আবৃতি মাধ্যমে অবস্থান বিক্ষোভ করা হয় এখানে উপস্থিত ছিলেন শশী পাঁজা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র-ছাত্রীরা। 


অপরদিকে, এই মুহূর্তে  বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেই রওনা দিয়েছেন রোড শ্যো উপলক্ষে। রোড শো মূলত  হনুমান মন্দির স্টেডিয়াম থেকে বোলপুর চৌরাস্তা অবধি। এরপরে ৪ টে ৪৫ নাগাত মোহরকুঠিতে সাংবাদিক সম্মেলন। এদিকে শাহ সফরের দিনেই আবার অনুব্রত মন্ডলের বঙ্গ ধ্বনী যাত্রা। একই সময় একই অবস্থানে। 
 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: আজ লোকসভায় গুরুত্বপূর্ণ অর্থবিল পেশ নির্মলা সীতারমণের, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
WB Weather Update: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত! কুয়াশার চাদরে ঢাকবে কোন কোন জেলা? জেনে নি কী বলছে হাওয়া অফিস