'দুয়ারে-দুয়ারে' কর্মসূচি সফল করতে আসরে তৃণমূল যুব কংগ্রেস, ভার্চুয়ালে বৈঠকে নির্দেশ অভিষেকের

Published : Dec 02, 2020, 11:08 PM ISTUpdated : Dec 03, 2020, 11:46 AM IST
'দুয়ারে-দুয়ারে' কর্মসূচি সফল করতে আসরে তৃণমূল যুব কংগ্রেস, ভার্চুয়ালে বৈঠকে নির্দেশ অভিষেকের

সংক্ষিপ্ত

'দুয়ারে-দুয়ারে' কর্মসূচি সফল করতে উদ্য়োগ আসরে নামল তৃণমূল যুব কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিশেষ নির্দেশ নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ

রাজ্য সরকার এর দুয়ারে সরকার কর্মসূচি সফল করতে এবার ময়দানে নামতে চলেছে তৃণমূল যুব কংগ্রেস। বুধবার ভার্চুয়াল সভা করে দলের যুব কংগ্রেস নেতৃত্ব কে সেই নির্দেশ দিয়েছেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিফলেট নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন-জেলায় চাকা গড়াল লোকাল ট্রেন, 'স্পেশাল' ট্রেনের তকমা দিয়ে ভাড়া বৃদ্ধির অভিযোগ

যুব তৃণমূল কংগ্রেসের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

  • দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে মানুষকে জানাতে বাড়ি বাড়ি প্রচার  করতে হবে
  • রাজনীতির রং না দেখে মানুষকে দুয়ারে সরকার সম্পর্কে জানাতে হবে
  • দুয়ারে সরকার কর্মসূচির প্রচারের জন্য জেলায় জেলায় সাইকেল কিংবা বাইক মিছিল করতে হবে
  • যেখানে সরকারি কর্মীদের কাজ করছেন সেখানে কোনভাবে হস্তক্ষেপ করা চলবে না

আরও পড়ুন-প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিশ্বভারতী আসতে পারেন মোদী, থাকতে পারেনও রাজ্যপালও


আগামী ১২ ডিসেম্বর ফের বৈঠকে বসবে তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। সেখানে প্রথম পর্বের কাজের পর্যালোচনা করা হবে একই সঙ্গে আগামী দিনে কিভাবে কাজ করতে হবে তাই নতুন নির্দেশিকা দিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার এর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে একদিকে যেমন সাধারণ মানুষকে সরকারি সুবিধা সম্পর্কে জানানো সম্ভব হচ্ছে, তারই সঙ্গে ভোটের আগে তৃণমূলের জনসংযোগ অনেক অংশে বাড়ছে বলে দাবি রাজনৈতিক মহলের।
 

PREV
click me!

Recommended Stories

BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান
Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর