আজ রাজ্যে মুখোমুখি মমতা-নাড্ডা, সোমবার TMC-র শক্তি বাড়াতে প্রচারে নামবেন জয়াও

  • সোমবার ময়দানে মুখোমুখি ফের মমতা-নাড্ডা 
  • এদিন ৪ জনসভায় ভোট প্রচারে নামবেন মমতা
  • টালিগঞ্জ-শ্রীরামপুর-চূচূড়ায় প্রচারে থাকবেন নাড্ডা 
  • সোমবার তৃণমূলের হয়ে প্রচারে থাকবেন জয়াও 

সোমবার রাজ্যে মুখোমুখি মমতা-নাড্ডা। এদিন রাজ্য সফরের প্রচারের ঝড় তুলতে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওদিকে একই দিনে ৪ সভায় ভোট প্রচারে নামবেন মমতাও। তবে এদিন মমতার সরকারের শক্তি বাড়িয়ে রাজ্যে তৃণমূলের প্রচার চালাবেন বাংলার মেয়ে তথা বলিউড সুপারস্টার জয়া বচ্চন।

আরও পড়ুন, BJP-র সম্ভাব্য মুখ্যমন্ত্রী রূপে উঠেছে তাঁর নাম, তারকেশ্বরকে আকর্ষণের কেন্দ্র করলেন স্বপন দাশগুপ্ত 

Latest Videos

 

 


 রাত পেরোলেই রাজ্যে তৃতীয় দফার ভোট। তৃতীয় দফার জন্য রাজ্যে ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শেষ। সোমবার চতুর্থ দফা ভোটের জন্য পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তার ২ টি সভা শ্রীরামপুর এবং চুচূড়ায় রয়েছে। এর মাঝে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে গড়িয়া মোড় অবধি একটি রোড শো রয়েছে তাঁর। অপরদিকে এদিন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার শুরু করবেন অমিতাভ জায়া জয়া বচ্চন। সূত্রের খবর বিজেপির সাংসদ প্রার্থী বাবুল সুপ্রিয় বিরুদ্ধেই প্রচার শুরু করবেন তিনি। জয়া বচ্চন টালিগঞ্জের তিন বারের বিধায়ক অরূপ বিশ্বাসের হয়েও প্রচার করবেন। উল্লেখ্য,  রবিবার সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ কলকাতা বিমান বন্দরে নেমেছেন তিনি। 

 

আরও পড়ুন, মোদীর 'দিদি' সম্বোধনে আপত্তি TMC-র, প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে কিছু চাপা পড়ল কি 

 

সোমবার,  দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়, হুগলির চূচূড়া, চন্ডীতলা, উত্তরপাড়ায় মোট  ৪ টি জনসভা করবেন মমতা।  ওদিকে, ভোট আচরণবিধি ভেঙেই প্রধানমন্ত্রী রাজ্যের অফিসারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতার দাবি, রাজ্য প্রশাসনকে এভাবে নির্দেশ দেওয়া অধিকার প্রধানমন্ত্রীরও নেই।
 এদিন ফের কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো , তার অপেক্ষায় সারা বাংলা।

Share this article
click me!

Latest Videos

Shankar Ghosh : বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি বিধায়করা, দেখুন কী বলছেন শঙ্কর ঘোষ
'এটাই শেষ লড়াই আমাদের' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari Baruipur Rally
‘Mamata Banerjee-র বিদায়েই মুক্তি Sanatani সমাজের!’ Tamluk থেকে Suvendu Adhikari-র তীব্র হুঁশিয়ারি
Nadia News: ভোটের আগে তোলপাড় Nadia! রাস্তার ধারে মিলল বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়
'অনেক মার খেয়েছি এবার বদল চাই দাদা' BJP মহিলা কর্মীর আর্তি শুভেন্দুকে | Suvendu Adhikari Baruipur