আজ নন্দীগ্রামে হেভিওয়েট ২, মুখোমুখি মমতা-শুভেন্দু, রোড শোয়ের সূচি প্রকাশ শিশিরপুত্রের

  • সোমবার নন্দীগ্রামে থাকবে হেভিওয়েট দুই 
  •  মুখোমুখি মমতা-ধান প্রতিপক্ষ শুভেন্দু 
  • এদিন  একাধিক রোড শো রয়েছে শুভেন্দুর 
  • প্রচারের ঝড় তুলতে আসছেন অমিত শাহও 


সোমবার নন্দীগ্রামে হেভিওয়েট দুই। মুখোমুখি মমতা এবং প্রধান প্রতিপক্ষ শুভেন্দু। দ্বিতীয় দফার ভোটে সারা বাংলার নজর এখন নন্দীগ্রামের দিকে। উল্লেখ্য রবিবারই মমতা এসে গিয়েছেন বিরুলিয়া। এদিকে সোমবার নন্দীগ্রামে একাধিক অনুষ্ঠান সূচি রয়েছে শুভেন্দুর। পাশাপাশি মমতার প্রধান প্রতিপক্ষ শুভেন্দুকে শক্তি যোগাতে নন্দীগ্রামে প্রচারের ঝড় তুলতে আসছেন অমিত শাহ।  ওদিকে সোমবার কাকদ্বীপে রোড শো রয়েছে মিঠুনেরও।

আরও পড়ুন, 'আমাকে চাইলে সোহম-অদিতি ভূলে যান', শেষবেলায় প্রার্থীদের উপর ভরসা হারালেন কি 'দিদি 

Latest Videos

 

 

 

সোমবার নন্দীগ্রামে লম্বা রোড শোয়ের অনুষ্ঠান সূচি শুভেন্দুর। এনিয়ে টুইটে নিজেই জানিয়েছেন শিশির পুত্র। প্রথম দফার নির্বাচন শেষ। দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম।এবার গোটা রাজ্য়ের নজর এখন নন্দীগ্রামের দিকে।  এখানে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর ওদিকে ঘাসফুল শিবির ছেড়ে দেবার পর এইমুহূর্তে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়ে মমতার প্রতিদ্বন্দি শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, সোমবার কাকদ্বীপে রোড শো রয়েছে মিঠুন চক্রবর্তীর।  পাশপাশি অমিত শাহ। বিজেপি সূত্রের খবর ৩০ মার্চ ফের নন্দীগ্রামে আসতে পারেন অমিত শাহ। যদিও শুধু শুভেন্দু এবং শাহকে দিয়ে প্রচার করিয়ে সন্তুষ্ট নয় গেরুয়া শিবির। তাই বঙ্গ বিজেপির অন্যতম মুখ সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে দিয়ে নন্দীগ্রামে প্রচারের ঝড় তুলতে চায় গেরুয়া শিবির।

আরও পড়ুন, 'দরজা ভেঙে ওয়ারেন্ট ছাড়াই গভীর রাতে নিয়ে গেল ওকে', কান্নায় ভেঙে পড়ল ছত্রধরের পরিবার 

 

 সম্প্রতি, প্রচারে নন্দীগ্রেম প্রচারে বেরিয়ে জয় শ্রীরাম স্লোগান নেবার পর শুভেন্দু রসিকতা করে গ্রামবাসীকে বলেছিলেন,  মমতাজ বেগমকে একদম ভোট দেবেন না। স্বাভাবিকভাবেই ২০১১ এর পর থেকে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে নন্দীগ্রামে চেনা মুখ শুভেন্দু তথা তাঁর পুরো পরিবার। এই মুহূর্তে অধিকারী পরিবারের প্রায় প্রত্য়েকেই বাংলার পদ্মের মুখ। এহেন পরিস্থিতিতে নন্দীগ্রামে ঘাসফুলের জয় আনতে সোমবার ফের প্রচার চালাবেন মমতা। 
 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed