'পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই', কলকাতায় পৌঁছেই বললেন অমিত শাহ

Published : Dec 19, 2020, 10:31 AM ISTUpdated : Dec 19, 2020, 10:33 AM IST
'পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই', কলকাতায় পৌঁছেই বললেন অমিত শাহ

সংক্ষিপ্ত

কলকাতায় পৌঁছলেন  অমিত শাহ  শনিবার অমিত শাহের বাংলা সফর তাঁর সভা ঘিরে মেদিনীপুরে সাজো সাজো রব  সভার অন্যতম আকর্ষণ শুভেন্দু অধিকারী 


'পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই', কলকাতায় পৌছেই বললেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। শনিবার অমিত শাহের বাংলা সফর। তাঁর সভা ঘিরে মেদিনীপুরে সাজো সাজো রব। তবে এই সভার দিকে তাঁকিয়ে সারা বাংলা। 

 

 

শুক্রবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নেমে তিনি নিউটাউনের হোটেলে রাত কাটান। শনিবার অমিত শাহের  সভার অন্যতম আকর্ষণ হতে চলেছে শুভেন্দু অধিকারী। অপেক্ষায় সারা বাংলা, শুভেন্দুর সঙ্গে কারা কারা শনিবার বিজেপিতে যোগ দান করছে। তাই ১৯ ডিসেম্বর যে ঐতিহাসিক দিন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সূত্র মারফত খবর, শুভেন্দুর সঙ্গে শনিবার আরও ১৯ এমএলএ যোগ দিচ্ছে। 

 


এদিকে কলকাতায় নেমেই অমিত শা টুইটে জানালেন, 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই'। উল্লেখ্য, ওদিকে রাত জেগে চলছে যুব মোর্চার কাজ। কাল ১০০০ জন যুব মোর্চা কার্য্কর্তা উপস্থিত থাকবেন সভায়। আজ উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সমিত কুমার দাস ও শঙ্কুদেব পণ্ডা।

 

 

 


 

PREV
click me!

Recommended Stories

SIR শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা, সাম্মানিক দেওয়া হবে হাজার হাজার টাকা
প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করতে পুলিশের ভরসা সাধারণ মানুষ!