'তৃণমূলে ভোট দিলে পড়ছে বিজেপিতে', দক্ষিণ কাঁথির মাজনায় বিক্ষোভ শাসক দলের

  • দক্ষিণ কাঁথিতে নজিরবিহীন ঘটনা
  • ইভিএমে বিভ্রাটের অভিযোগ টিএমসির
  • তৃণমূলে ভোট দিলে বিজেপিতে পড়ছে বলে অভিযোগ
  • বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া

নজিরবিহীন অভিযোগ দক্ষিণ কাঁথির মাজনায়। বুথের বাইরে ভোটারদের তুমুল বিক্ষোভ। যে দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন সেখানে ভোট পড়ছে না। তৃণমূলে ভোট দিলে ইভিএমে বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ ভোটারদের। তৃণমূলে ভোট দেওয়ার পর ভিভিপ্যাডে বিজেপির পদ্মফুল সিম্বল আসছে বলে দাবি বিক্ষোভকারীদের। এই অভিযোগ আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলকায়। বুথের সামনে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ।

শুধু দক্ষিণ কাঁথির মাজনা নয়, তার পাশের বুথেও একইরকম অভিযোগ উঠে এসেছে।  ইভিএমে কারচুপির ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান আপাতত বন্ধ। ব্য়াপক বিক্ষোভের জেরে অশান্ত হয়ে ওঠে এলাকা। সম্পূর্ণ নতুন করে ভোট গ্রহণেরও দাবি ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকলকে বুথের বাইরে বার করে তালা দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বুথ। তবে নিজেদের অভিযোগ থেকে একেবারেই সরে আসতে নারাজ বিক্ষোভকারীরা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন বিক্ষোভকারীরা।

Latest Videos

এই অভিযোগ ঘিরে উঠেছে রাজনীতির অভিযোগও। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা ঘটনা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। হার নিশ্চিৎ জেনেই এমন ঘটনা ঘটানো হচ্ছে। প্রিসাইডিং অফিসার অবশ্য বলেছেন, এই অভিযোগ সঠিক নয়।  ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে। ঘটনায় সরব হয়েছে তৃণণমূল নেতৃত্বও। নির্বাচন কমিশনের কাছে গিয়েও অভিযোগ জানাবে তৃণমূল। ফলে ভোটের সকাল থেকেই উত্তেজক পরিবেশ দক্ষিণ কাঁথিতে।
 

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী