২০১৯ লোকসভা ভোটের নিরিখে প্রথম দফার ভোটে এগিয়ে কারা, কী ফল হয়েছিল, দেখুন

২৭ মার্চ শুরু পশ্চিমঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১

ভোটগ্রহণ হবে ৩০টি বিধানসভা কেন্দ্রের

২ বছর আগেই হয়েছিল লোকসভা ভোট

সেই ভোটের নিরিখে আসন্ন বিধানসভা নির্বাচননে কোন কেন্দ্রে কে এগিয়ে

 

মাঝে আর মাত্র ১টা দিন। ২৭ মার্চ তারিখ থেকেই, শুরু হয়ে যাচ্ছে পশ্চিমঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর ভোটগ্রহণ। এবার ভোট হচ্ছে রেকর্ড ৮ পর্বে। আর তার প্রথম পর্বের নির্বাচন হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। সব মিলিয়ে ৩০টি বিধানসভা কেন্দ্র। কী বলছে এই ৩০ টি কেন্দ্রের ইতিহাস?

২০১৬ সালের নির্বাচনে এরমধ্যে ১টি আসনে জয়ী হয়েছিলেন আরএসপি প্রার্থী আর ২টিতে কংগ্রেস প্রার্থী। তা বাদে বাকি ২৭টিতেই জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপির কোনও আসন জোটেনি। তবে এর ৩ বছর পর, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় অবস্থাটা অনেকটাই পাল্টে যায়। দেখে নেওয়া যাক, ২ বছর আগের সেই লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী প্রথম দফায় কোন আসনে কোন দলের প্রার্থী এগিয়ে -

Latest Videos

যে ৩০টি বিধানসভায় ভোট হতে চলেছে ২৭ মার্চ, সেই বিধানসভা এলাকাগুলি মোট ৬টি লোকসভা এলাকার অংশ - কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া। এর মধ্যে ২০১৯ সালের নির্বাচনে এরমধ্যে কাঁথি, ঘাটাল কেন্দ্রই ধরে রাখতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। আর ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় জয়জয়কার হয়েছিল পদ্ম শিবিরের। বিধানসভা আসনের নিরিখে ৩০টি আসনের মধ্যে ১৯টিতে এগিয়ে ছিল বিজেপি, আর ১১টিতে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। দেখে নেওয়া যাক ২০১৯ লোকসভা নির্বাচনের ফলের নিরিখে, প্রথম দফায় ৩০টি বিধানসভা আসনের কোন কেন্দ্রে কোন দল এগিয়ে ছিল -

পটাশপুর - তৃণমূল কংগ্রেস
কাঁথি উত্তর - তৃণমূল কংগ্রেস
ভগবানপুর - তৃণমূল কংগ্রেস
খেজুরী* - তৃণমূল কংগ্রেস
কাঁথি দক্ষিণ - তৃণমূল কংগ্রেস
রামনগর - তৃণমূল কংগ্রেস
এগরা - তৃণমূল কংগ্রেস
দাঁতন - বিজেপি
নয়াগ্রাম** - বিজেপি
গোপিবল্লভপুর - বিজেপি
ঝাড়গ্রাম - বিজেপি
কেশিয়ারি** - বিজেপি
খড়গপুর - তৃণমূল কংগ্রেস
গড়বেতা - বিজেপি
শালবনি - তৃণমূল কংগ্রেস
মেদিনীপুর - বিজেপি
বিনপুর** - তৃণমূল কংগ্রেস
বান্দোয়ান** - বিজেপি
বলরামপুর - বিজেপি
বাঘমুন্ডি - বিজেপি
জয়পুর - বিজেপি
পুরুলিয়া - বিজেপি
মানবাজার** - তৃণমূল কংগ্রেস
কাশীপুর - বিজেপি
পারা* - বিজেপি
রঘুনাথপুর* - বিজেপি
শালতোড়া* - বিজেপি
ছাতনা - বিজেপি
রানিবাঁধ** - বিজেপি
রাইপুর** - বিজেপি

*এসসি সংরক্ষিত
**এসটি সংরক্ষিত

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু