আজ বর্ধমানে রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস, নাড্ডা সফরের পাল্টা জবাব দিতে প্রস্তুত কি সোহম

  •  বর্ধমানে বিজেপির পাল্টা রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস 
  • বর্ধমানের জিটি রোডে এই রোড শোয়ের আয়োজন করা হয়েছে 
  • উল্লেখ্য,  শনিবার ৯ জানুয়ারি বর্ধমানে এসেছিলেন জেপি নাড্ডা 
  • নাড্ডাকেই উত্তর দিতে পাল্টা রোড শো তৃণমূল যুব কংগ্রেসের 


রবিবার বর্ধমানে বিজেপির পাল্টা রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস। তৃমূল কংগ্রেসের উদ্য়োগে বর্ধমানে জিটি রোডে এই আয়োজন করা হয়েছে।  উল্লেখ্য,  শনিবার  ৯ জানুয়ারি বর্ধমানে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার সেই নাড্ডাকেই উত্তর দিতে রবিবার পাল্টা রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস।


প্রসঙ্গত, শনিবার বর্ধমানে বীরহাটা থেকে কার্জন গেট অবধি ছিল বিজেপির কর্মসূচি। কৃষক সুরক্ষা অভিযান সূচনা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন,' তৃণমূল মানে চাল চোর, ত্রিপল চোর। কোভিডের সময় কেন্দ্রের রেশন চুরি করেছেন তৃণমূল নেতারা।' এখানেই শেষ নয় এরপরে তিনি বলেন, চোরেদের বাঁচাতে আদালতে চলে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।'অপরদিকে শুধু রেশন চুরি. ত্রিপল চুরি, কেন্দ্রের পাঠানো আম্ফানের টাকা চুরিই নয়, 'নাম' চুরি নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন জেপি নাড্ডা। তিনি বলেন, 'মোদীর দেওয়া প্রকল্পের নামও চুরি করেন মুখ্যমন্ত্রী'। প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার বের হবার সঙ্গে সঙ্গে, বাংলার সড়ক যোজনার উদাহরণ টানেন তিনি। 

Latest Videos


অপরদিকে, তৃণমূল  কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, 'রোড শোতে বাইরে থেকে লোক এনেছিল বিজেপি। দূরবর্তী জেলাগুলি থেকেও গাড়ি করে লোক আনা হয়েছিল। অনুপস্থিত ছিল বর্ধমানবাসী।' তবে এবার নাড্ডার সফরের পর রবিবার পাল্টা কি জবাব দেয়  তৃণমূল যুব কংগ্রেস, তা নিয়ে অপেক্ষায় বাংলা। উল্লেখ্য, সভায় উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য-সভাপতি সোহম চক্রবর্তী। 


 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo